অ্যাডিলেড। আবারও গোলাপি টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডেই। গত সফরের স্মৃতি খুবই খারাপ ভারতের। সেটা শুধুমাত্র অ্যাডিলেডে এক ম্যাচেই। গত সফর শুরু হয়েছিল এই ভেনুতে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট দিয়ে। ভারত মাত্র ৩৬ রানেই অলআউট হয়েছিল। যদিও চার ম্যাচের সিরিজ জিতেছিল ভারতই। দ্বিতীয় টেস্ট থেকেই দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। এ বার পাঁচ ম্যাচের সিরিজ। পারথে প্রথম টেস্ট ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। অ্যাডিলেডে লড়াই অন্যরকম হবে, বলাই যায়। কী বলছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি?
প্রথম টেস্টে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার শিকার অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়েছিল। বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৪ রানেই অলআউট করে ভারত। মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ ফর্মে নেই। দুই ওপেনারও ভরসা দিতে পারেননি। অ্যাডিলেডে ঘুরে দাঁড়াতে মরিয়া। অ্যালেক্স ক্যারি বলছেন, ‘ক্রিকেট ইতিহাসে এমন অনেক স্মরণীয় দিন থাকে। আবারও এমন হবে (৩৬ অলআউট) এমন প্রত্যাশা করছি না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করব। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন।’
শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের ম্যাচ নিয়ে ক্যারি আরও বলছেন, ‘ওই টেস্টে আমি ছিলাম না। চেষ্টা করেছিলাম তবে ফিট হতে পারিনি। তবে ওই ম্যাচটা এখনও স্মৃতিতে রয়েছে। ওই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নেওয়া জরুরি। পাশাপাশি গোলাপি টেস্টে আমাদের যা পরিসংখ্যান, সেই থেকেও প্রেরণা নেওয়া প্রয়োজন। আমরা সাফল্য পাবই এর কোনও গ্যারান্টি নেই, তবে চেষ্টায় কোনও ত্রুটি রাখা যাবে না। আমরা ঘুরে দাঁড়াব।’
গোলাপি টেস্টে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াই। এখনও অবধি ১২টি টেস্ট খেলেছে তারা। ১২টিতেই জয়। অন্য দিকে, ভারত দিন-রাতের টেস্ট খেলেছে চারটি। এর মধ্যে তিনটি জয়। একমাত্র হার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।