তিন পেরিয়ে আর এক নতুন তিনের অপেক্ষায় বিরুষ্কা

Dec 11, 2020 | 2:35 PM

দেখতে দেখতে ৩ বছর পূর্ণ করে ফেললেন এই তারকা দম্পতি। এবারের অ্যানিভার্সারি তাঁদের কাছে ভীষণ স্পেশাল। কারণ, আগামী বছরের শুরুতে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

তিন পেরিয়ে আর এক নতুন তিনের অপেক্ষায় বিরুষ্কা
হ্যাপি অ্যানিভার্সারি বিরুষ্কা। ছবি সৌজন্যে-টুইটার-ইনস্টাগ্রাম

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : হ্যাপি অ্যানিভার্সারি বিরুষ্কা। আলাপ, প্রেম তারপর পরিণয়। ঠিক যেন রূপকথার মতো। হ্যাঁ, বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) বিয়ে যেন পুরো রূপকথার মতোই। প্রথম আলাপ এক শ্যাম্পু কোম্পানির অ্যাড করতে গিয়ে। তারপর ক্রিকেট সুপারস্টার আর বলিউড ডিভার প্রেমপর্ব। আর শেষমেষ শুভ পরিণয়। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। দেখতে দেখতে ৩ বছর পূর্ণ করে ফেললেন এই তারকা দম্পতি।

বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেননি। সকাল সকাল টুইট করেন বিরাট।

 

 

অনুষ্কাও নিজের ইন্সটাগ্রামে দুজনের একটি ছবি পোস্ট করেন। তিনি যে চিকুকে মিস করছেন, সেটা জানাতেও ভোলেননি।

 

 

বিবাহবার্ষিকীতে একসঙ্গে থাকা হচ্ছে না বিরুষ্কার। বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। কিন্তু, এবারের অ্যানিভার্সারি তাঁদের কাছে ভীষণ স্পেশাল। কারণ, আগামী বছরের শুরুতে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। বিরাট তাই অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই ভারতে ফিরে আসবেন অনুষ্কার পাশে থাকার জন্য।

Next Article