WI vs ENG: ৪ বলে ৪ উইকেট নিয়ে জেসন হোল্ডারের কীর্তি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2022 | 4:34 PM

ওয়েস্ট ইন্ডিজের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করে, ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে রাখলেন হোল্ডার।

WI vs ENG: ৪ বলে ৪ উইকেট নিয়ে জেসন হোল্ডারের কীর্তি
WI vs ENG: ৪ বলে ৪ উইকেট নিয়ে জেসন হোল্ডারের কীর্তি (Pic Courtesy - Twitter)

Follow Us

বার্বাডোজ: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজে ৩-২ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ঘরের মাঠে সিরিজের ফয়সলার ম্যাচে রেকর্ড গড়লেন জেসন হোল্ডার (Jason Holder)। ম্যাচ ও সিরিজ জিততে শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু শেষ ওভারে যে ভাবে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করলেন হোল্ডার, তা ছিল দেখার মতো। শেষ ওভারে হ্যাটট্রিক করার পাশাপাশি আরও একটি উইকেট তুলে নেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক। ফলে পরপর চারটি বলে চারটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে থামিয়ে দেন হোল্ডার।

১৭ রানে সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি সিরিজও হারলেন মইন আলিরা। শেষ ওভারে হোল্ডার পর পর ক্রিস জর্ডান, স্যাম বিলিংস, আদিল রশিদ ও সাকিব মাহমুদকে ফেরান। এবং তার আগে ১০.১ ওভারে অধিনায়ক মইন আলিকেও প্যাভিলিয়নে পাঠান হোল্ডার। আর এই প্রথম টি-২০ ক্রিকেটে এক ম্যাচে পাঁচ উইকেট তুলে নিলেন হোল্ডার। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করে, ইতিহাসের পাতায় নিজের নামও খোদাই করে রাখলেন হোল্ডার। এর আগে প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন আনিসা মহম্মদ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেয়েদের ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

দেখুন জেসন হোল্ডারের চার বল চার উইকেট নেওয়ার ভিডিও….

সিরিজের শেষ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলেন কায়রন পোলার্ডরা। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৯.৫ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায়। যার মধ্যে শেষ ওভারেই হোল্ডারের আগুনে বোলিংয়ের জন্য চারটি উইকেট হারায় মইন আলিরা। ২.৫ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন হোল্ডার। ম্যাচের সেরা ও সিরিজ সেরার পুরষ্কারও পেয়েছেন এই ক্যারিবিয়ান তারকা।

আরও পড়ুন: IPL Auction: নিলামে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে কেকেআর, দেখুন তালিকা

Next Article