Cricket-Football: ক্রিকেটের পাশাপাশি ফুটবলে পারদর্শী এই ৫ ক্রিকেটার

জেনে নিন এমন পাঁচ ক্রিকেটারদের যাঁরা ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও পারদর্শী ---

Cricket-Football: ক্রিকেটের পাশাপাশি ফুটবলে পারদর্শী এই ৫ ক্রিকেটার
Cricket-Football: ক্রিকেটের পাশাপাশি ফুটবলে পারদর্শী এই ৫ ক্রিকেটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 14, 2022 | 6:30 AM

নয়াদিল্লি: ক্রিকেট (Cricket), ফুটবল (Football) দুই খেলার জনপ্রিয়তা দুই পর্যায়ে। খেলার দুনিয়ায় একাধিক ক্রিকেটপ্রেমী আর ফুটবলপ্রেমীর বাস। টেনিস, ব্যাডমিন্টন, হকির মতো একাধিক খেলার সমর্থকরাও কম নেই। তবে ক্রিকেট ও ফুটবল নিয়ে ক্রীড়াপ্রেমীদের একটা আলাদা উত্তেজনা থাকে। অনেক ক্রিকেটার এমনও রয়েছেন যাঁদের প্রথম ভালোাবাসা ফুটবল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা ক্রিকেটের দুনিয়ায় পা রাখেন। যদিও তার আগে তাঁদের মাঠে দেখা যায় ফুটবল পায়ে। জেনে নিন এমন পাঁচ ক্রিকেটারদের যাঁরা ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও পারদর্শী —

  1. ভিভিয়ান রিচার্ডস – ক্রিকেট বিশ্বে ভিভিয়ান রিচার্ডসের নাম উজ্জ্বল হয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেটবিশ্বে নিজের ছাপ রেখে গিয়েছেন। ভিভই একমাত্র খেলোয়াড়, যিনি ফুটবল আর ক্রিকেট দুটোরই বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি ১৯৭৪ সালে অ্যান্টিগায় ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিলেন। ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, তিনি ফুটবল খেলা ছেড়ে দেন।
  2. ইয়ান বোথাম – ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথামের প্রথম প্রেম ছিল ফুটবল। তিনি ১৯৭৮ থেকে ১৯৮৫ সালের মধ্যে পেশাদার ফুটবল (সেন্টার ব্যাক) খেলতেন। কিন্তু একটা সময় যখন ক্রিকেট আর ফুটবলের মধ্যে থেকে যে কোনও একটিকে বেছে নেওয়ার সময় আসে, তখন তিনি বুঝতে পারেন যে দুটোর মধ্যে ক্রিকেটে তিনি একটু বেশি ভালো খেলেন। ১৯৭৬ সালে ইংল্যান্ডের হয়ে ইয়ানের অভিষেক হয়।
  3. ডেনিস কম্পটন – আর্সেনালের হয়ে উইঙ্গার পজিশনে খেলতেন ডেনিস কম্পটন। ১৯৫০ সালে এফএ কাপও জিতেছিলেন, এ ছাড়া ১৯৪৮ সালে লিগ শিরোপাও জিতেছিলেন কম্পটন। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ১২টি ম্যাচেও খেলেছেন। ১৯৩৬ সালে ফুটবলে অভিষের হয় তাঁর। পরের বছর, অর্থাৎ ১৯৩৭ সালে ক্রিকেটে অভিষেক হয় তাঁর।
  4. ক্রিস ব্যাল্ডারস্টোন – ক্রিস ব্যাল্ডারস্টোন ক্রিকেট ও ফুটবল দুটোই সমান তালে খেলেছেন এবং সফল হয়েছেন। ১৯৫৫ সালে তিনি ফুটবল কেরিয়ার শুরু করেন। এবং তারপর ১৯৫৮ সালে তিনি হাডার্সফিল্ড টাউন সিনিয়র দলে যোগ দেন। টাউনের জন্য ১১৭ টি ম্যাচে খেলার পর, তিনি কার্লাইল ইউনাইটেডের হয়ে ৩৭৬ টি ম্যাচেও খেলেন। ১৯৭৫ সালে ইউনাইটেড ছেড়ে ডনকাস্টার রোভার্সে যোগ দেওয়ার পর, তিনি ১৯৭৬ সালে ইংল্যান্ডের হয়ে টেস্টে ডেবিউ হয় তাঁর। এবং দুটি টেস্ট ম্যাচ খেলেন।
  5. এলিস পেরি – মহিলা ক্রিকেটারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। তিনি ক্রিকেট ও ফুটবল দুটিই সমান তালে খেলেন। অজিদের হয়ে মাত্র ১৬ বছর বয়সে তাঁর ক্রিকেট ও ফুটবল দুটিতেই অভিষেক হয় এলিসের। তিনিই প্রথম অস্ট্রেলিয়ান মহিলা প্লেয়ার যিনি ক্রিকেট ও অ্যাসোসিয়েশন ফুটবল দুটি বিশ্বকাপেই খেলেছেন।