AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনির জন্য নষ্ট হয়েছে ৭ তারকার কেরিয়ার… বিস্ফোরক মন্তব্য যুবরাজের বাবার!

Yograj Singh Exposes Ex-BCCI Selectors: টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপে দেশকে এনে দিয়েছেন সাফল্য। ধোনি যতদিন খেলেছেন দেশের জার্সিতে, সাফল্যই দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন যোগরাজ। কী বললেন যুবির বাবা?

MS Dhoni: ধোনির জন্য নষ্ট হয়েছে ৭ তারকার কেরিয়ার... বিস্ফোরক মন্তব্য যুবরাজের বাবার!
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Jun 16, 2025 | 8:04 PM
Share

কলকাতা: তিনি মুখ খোলা মানেই ইদানীং বিস্ফোরণ। তা জেনেও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন যোগরাজ সিং। একদিকে তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার। অন্য দিকে যুবরাজ সিংয়ের বাবা। সেই যোগরাজ এ বার বিঁধলেন মহেন্দ্র সিং ধোনিকে। মাহি ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের অন্যতম। তিনটে আইসিসি ট্রফি তাঁর পকেটে। টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপে দেশকে এনে দিয়েছেন সাফল্য। ধোনি যতদিন খেলেছেন দেশের জার্সিতে, সাফল্যই দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন যোগরাজ। কী বললেন যুবির বাবা?

যোগরাজের অভিযোগ, ধোনির জন্যই একে একে ভারতীয় টিম থেকে ছেঁটে ফেলা হয়েছিল একাধিক তারকা ক্রিকেটার। সেই তালিকায় রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ থেকে গৌতম গম্ভীর, যুবরাজ সিং, হরভজন সিংদেরও রেখেছেন যোগরাজ। ধোনির সেই জমানা শেষ করতে পারতেন নির্বাচকরা। তা করেননি। যে কারণে কোপ পড়েছিল সিনিয়রদের উপর। দীর্ঘদিন পেরিয়ে গেলেও আজও যা মেনে নিতে পারছেন না যোগরাজ।

২০১১ সালে বিশ্বকাপ জেতার পর খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ধোনির রচম সমালোচনা হয়েছিল সে সময়। যোগরাজ বলেছেন, ‘বিসিসিআই কোনও কারণ ছাড়াই একঝাঁক ক্রিকেটারের কেরিয়ার নষ্ট করে দিয়েছিল। গৌতম, যুবরাজ, জাহির, কাইফ, লক্ষ্মণ, দ্রাবিড়দের মতো প্লেয়ার ছিল। ২০১১ সালের বিশ্বকাপের পর তাদের টিম থেকে বের করে দেওয়া হয়। ২০১১ সালের বিশ্বকাপ জেতার পর পুরো টিমটাই কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছিল। যে কারণে আমরা ওই সময় স্রেফ লড়াই করে গিয়েছি।’

যোগরাজের স্পষ্ট বক্তব্য, ‘ধোনির ক্যাপ্টেন্সিতে ওই সময় পর পর পাঁচটা সিরিজ হেরেছিল ভারত। সে সময় ধোনিকে নেতৃত্ব থেকে সরানোর কথা ভাবা শুরু হয়ে গিয়েছিল। বলা হয়েছিল মহিন্দর অমরনাথের নির্বাচক কমিটি ওকে সরিয়ে দেবে। কার্যক্ষেত্রে তা হয়নি।’

যোগরাজের ক্ষোভের কারণ রয়েছে। কারণ ওই সময় শোনা গিয়েছিল, ভারতীয় দলের ক্যাপ্টেন হতে পারেন যুবরাজ সিং। কিন্তু তা হয়নি। অবশ্য অমরনাথ এ ব্যাপারে এক সময় প্রশ্ন তুলে দিয়েছিলেন। সে সময় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন বাঁচিয়ে দিয়েছিলেন ধোনিকে, এমনও বলা হয়। অমরনাথ এ প্রসঙ্গে এক সময় বলেছিলেন, ‘যাঁকে আপনি সম্মান করেন, তাঁকে সাধারণত প্রশ্ন করেন না। কিন্তু আমার প্রশ্ন হল, যদি আপনার একটা নির্বাচক কমিটি থাকে, যাদের কাজই হল ভালোটা ভাবা, তা হলে তাদের স্বাধীনতা দেওয়া হবে না কেন?’