
কলকাতা : আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের পসরা সাজিয়ে এগিয়ে চলেছে। একাধিক আইপিএল দলের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। শুধু ভারতেই নয় আইপিএলের (IPL) ৮টিমের প্রসার রয়েছে বিশ্বজুড়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের রমরমার সময় দেশ-বিদেশে নিজেদের প্রসার করেছে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো দলগুলি। আইপিএল বর্তমানে ১০টি টিমের মধ্যে খেলা হয়। তার মধ্যে সবচেয়ে সফল দল হল ২টি, মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ২টো দলই ৫ বার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএল ছাড়াও ডব্লিউপিএল, সিপিএল, এসএ২০, আবু ধাবি টি-১০ এবং নতুন এমএলসিতে দল রয়েছে মুম্বই, চেন্নাই, কেকেআরের মতো দল গুলোর। যদিও বিশ্বজুড়ে আইপিএলের টিমের প্রসারের দিক থেকে কেকেআর-চেন্নাইকে পিছনে ফেলেছে মুম্বই। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এই তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবং চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস।
MI
DC
KKR
CSK
RR
SRH
PBKS