IPL 2023: ‘ভামিকাকে ডেটে নিয়ে যেতে চাই’, কোহলির মেয়েকে প্রপোজ খুদের! রেগে কাঁই নেটপাড়া
Virat Kohli's daughter Vamika: চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটের মেয়ে ভামিকার উদ্দেশে বার্তা লেখা পোস্টার দেখা গিয়েছে এক খুদের হাতে।
বেঙ্গালুরু: ইন্টারনেটের যুগে শিরোনামে থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী করেন। কম পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার জন্য নানা পদ্ধতির অবলম্বন করে থাকেন। আইপিএলেও (IPL 2023) তার ব্যতিক্রম নেই। এই ঘটনাটি চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের। এক মহিলা ক্রিকেট ফ্যান তাঁর সঙ্গে থাকা এক খুদের হাতে এমন এক পোস্টার ধরিয়ে দিলেন যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। পোস্টারে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার (Vamika Kohli) উদ্দেশে একটি মেসেজ লেখা। ওই শিশুর অভিভাবকরা হয়তো ভেবেছিলেন বিষয়টি খুব উপভোগ করবে ইন্টারনেট জগত। উল্টে এক খুদের হাতের পোস্টারে কোহলির একরত্তি মেয়েকে নিয়ে এমন বার্তা দেখে রেগে গিয়েছেন নেটিজেনরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ব্যাঙ্গালোর বনাম চেন্নাই ম্যাচে চিন্নাস্বামীর গ্যালারিতে এক মহিলার কোলের উপর পোস্টার হাতে দাঁড়িয়ে ছিল এক খুদে। তার হাতের পোস্টারে লেখা, “বিরাট আঙ্কেল, আমি কি ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?” সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে মহিলার শুধু হাতটুকু দেখা যাচ্ছে। এমনটা দেখেই রেগে কাঁই নেটজগত। একজন লিখেছেন, “আমার নজরে অন্তত কিউট বলে মনে হল না এই আচরণ। বাচ্চাটার বাবা-মার জন্য আমার খারাপ লাগছে। এটা কোনওভাবেই বাচ্চার সঠিক পালন করা নয়। শিশুটি আসলে জানেও না ও কী করছে। এমন বাবা-মার প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।”
This kid wants vamika on a date ? pic.twitter.com/7MzK3fVY2z
— Abdul Khan (@Immortal_abdul) April 18, 2023
আরও একজন লেখেন, “এসব করে তোমার বাবা হয়তো ২ মিনিটের প্রচার পাবে, কিন্তু এটা একেবারেই সঠিক কাজ নয়। মজার তো মোটেও নয়। এটা সঠিকভাবে সন্তানকে বড় করা নয়।” বিরাট কোহলি ও আরসিবিকে ট্যাগ করে পোস্ট করেছেন অনেকে। সোমবারের ম্যাচটি একেবারেই ভালো যায়নি বিরাট কোহলির জন্য। নিজে রান পাননি এবং দল হেরে গিয়েছে। এর পাশাপাশি আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য কোহলিকে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।