ICC ODI World Cup 2023: আফগান তারকা মুজিবকে জাপটে অঝোরে কান্না খুদে ভক্তর, ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 16, 2023 | 4:49 PM

Mujeeb Ur Rahman: বিশ্বকাপে ফেভারিট ইংল্যান্ডকে এ ভাবে হারিয়ে দেবেন আফগানরা, তা আঁচ করা যায়নি। আফগানদের এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্পিনার মুজিব উর রহমানের। প্রথমে জো রুট ও পরে একে-একে ক্রিস ওকস এবং হ্যারি ব্রুককে ফেরান তিনি। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। জয়ের আনন্দ থাকলেও রশিদ, মুজিবদের মন এখন উতলা।

ICC ODI World Cup 2023: আফগান তারকা মুজিবকে জাপটে অঝোরে কান্না খুদে ভক্তর, ভাইরাল ভিডিয়ো
মুজিব উর রহমান

Follow Us

লখনউ: এক কথায় জমে উঠেছে এ বারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। এরই মাঝে বিশ্বকাপের প্রথম অঘটনের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের ব্য়বধানে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল আফগানিস্তান। হেভিওয়েট ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় যেন খানিক স্বস্তি এনেছে ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের বুকে। থ্রি-লায়ন্সদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ম্যাচ শেষে এই পুরস্কারটি ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেন মুজিব। প্রিয় ক্রিকেটারের এই সিদ্ধান্তে আবেগ ধরে রাখতে পারেনি এক খুদে ভক্ত। মুজিবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে সে। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিয়ো। কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়? বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে ফেভারিট ইংল্যান্ডকে এ ভাবে হারিয়ে দেবেন আফগানরা, তা আঁচ করা যায়নি। আফগানদের এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্পিনার মুজিব উর রহমানের। প্রথমে জো রুট ও পরে একে-একে ক্রিস ওকস এবং হ্যারি ব্রুককে ফেরান তিনি। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। জয়ের আনন্দ থাকলেও রশিদ, মুজিবদের মন এখন উতলা। ভূমিকম্পের কবলে আফগানিস্তান। দেশের এই বিপদে ঘরবাড়ি ছেড়ে অনেক দূরে তাঁরা। তাও দূর থেকেই নিজের সাফল্য দেশকে উৎসর্গ করলেন মুজিব। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উৎসর্গ করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর মুজিব বলেন, ‘আজকের ঐতিহাসিক জয় এবং আমার এই ট্রফি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আমি উৎসর্গ করলাম।’ প্রিয় ক্রিকেটারের এমন সিদ্ধান্ত চোখে জল এনে দিয়েছে এক খুদে ভক্তর। ম্যাচ শেষে মুজিবকে জাপটে ধরে কাঁদতে থাকে সে। মুজিবও তাকে বুকে টেনে নেন। খুদে ফ্য়ানের সঙ্গে তাঁর এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়কে বিশ্বকাপের প্রথম অঘটন বলে দাগিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দেশের এমন কঠিন পরিস্থিতিতে আফগানদের এই জয় আবেগে ভাসাচ্ছে ভক্তদেরও। অতীতের সব ব্যর্থতাকে মুছে ফেলে, যেন নতুন এক ‘আফগানকাব্য়’ লিখে ফেলল রশিদ খানরা। যার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। শূন্য থেকেও যে দিন বদলের ডাক দেওয়া যায় তা চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিল আফগানিস্তান।

Next Article