Rinku Singh: রিঙ্কুকে বিশ্বকাপ দলে দেখার জন্য মুখিয়ে রয়েছেন কে?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 05, 2023 | 5:37 PM

Akash Chopra on Rinku Singh: বিশ্বকাপের ক্ষত সঙ্গে নিয়ে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অজিদের হারিয়ে সেই সিরিজ জিতেছে সূর্যকুমার যাদবের ভারত। এই সিরিজে দেশের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিঙ্কু। শেষের দিকে ওভারে ব্যাট হাতে নেমে চাপ সামলে দলকে জয় অনে দেন। দুরন্ত পারফরম্য়ান্সের জন্য চারিদিক থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। এ বার টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে এগিয়ে রাখলেন আকাশ চোপড়া।

Rinku Singh: রিঙ্কুকে বিশ্বকাপ দলে দেখার জন্য মুখিয়ে রয়েছেন কে?
রিঙ্কু সিং
Image Credit source: ছবি: X

Follow Us

নয়াদিল্লি: কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ক্রিকেটে অভিষেক। তারপর থেকে আর সেভাবে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশের জার্সিতে সম্প্রতি শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও নজর কেড়েছেন রিঙ্কু সিং (Rinku Singh) । চাপের পরিস্থিতিতে মাঠে নেমে দলকে জয় এনে দিয়েছেন বারবার। গোটা দেশ জুড়ে এখন রিঙ্কুর প্রশংসায় মেতেছেন কমবেশি সকলে। এ বার আসন্ন বছরের টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে এগিয়ে রাখছেন ভারতীয় কিংবদন্তিুরা। আগে রিঙ্কুকে বিশ্বকাপে খেলার যোগ্য হিসেবে মনে করেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা অভিষেক নায়ার। এ বার রিঙ্কুর প্রশংসা শোনা গেল আরও এক প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মুখে। রিঙ্কুকে নিয়ে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

বিশ্বকাপের ক্ষত সঙ্গে নিয়ে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অজিদের হারিয়ে সেই সিরিজ জিতেছে সূর্যকুমার যাদবের ভারত। এই সিরিজে দেশের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিঙ্কু। শেষের দিকে ওভারে ব্যাট হাতে নেমে চাপ সামলে দলকে জয় অনে দেন। দুরন্ত পারফরম্য়ান্সের জন্য চারিদিক থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। এ বার টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে এগিয়ে রাখলেন আকাশ চোপড়া। এই প্রসঙ্গে তিনি বলেন, “রিঙ্কু একজন অসাধারণ ভালো ক্রিকেটার। আর দ্বিতীয়ত ও ভীষণ ভালো একজন ফিনিশার। একইভাবে আইপিএলে কেকেআরের জার্সিতেও দুর্দান্ত পারফর্ম করছে ও।”

এখানেই শেষ নয়, রিঙ্কুকে টি-২০ বিশ্বকাপ দলে দেখতে চাইছেন আকাশ। এই বিষয়ে বলছেন, “ভারতীয় দলে এই মুহূর্তে যে সব প্লেয়াররা রয়েছেন তাদের বেশীরভাগই মিডল অর্ডারে খেলতে ভালোবাসে না। এই জায়গায় যদি রিঙ্কু থাকে তাহলে দলের জন্য দারুণ ব্যাপার হবে। আর সবচেয়ে বড় বিষয় হল রিঙ্কু ডান হাতি। এই মুহূর্তে দলের একজন অভিজ্ঞ বাঁ হাতি প্রয়োজন। আমি ওকে বিশ্বকাপে খেলতে দেখার জন্য মুখিয়ে আছি।”

Next Article