T20 World Cup 2022: বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন দুই দল! জানিয়ে দিলেন এবি ডি’ভিলিয়ার্স…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 08, 2022 | 8:13 PM

T20 World Cup: আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারত।

T20 World Cup 2022: বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন দুই দল! জানিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স...
ছবি: ফাইল চিত্র

Follow Us

মুম্বই: ধীরে ধীরে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) যবনিকা পতন হওয়ার দিকে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনাল খেলতে নামছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। কোন দু’টি দল খেতাবের লড়াইয়ে নামবে! এই নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, ফাইনালে আরও একবার ভারত-পাকিস্তান মহারণ হতে পারে। এর মাঝে বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রবাদপ্রতিম দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডি’ভিলিয়ার্স।

এবি জানিয়েছেন, এ বারের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হবে এবং দ্বিতীয়বারে জন্য ভারত বিশ্বচ্যাম্পিয়ন হবে। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় এবি বলেন, “আমার মনে হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল হবে এবং মনে হচ্ছে দ্বিতীয়বারের জন্য ভারত এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।”

আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারত। এর পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও কিউয়িদের কাছে হেরেছিল বিরাট-রোহিতদের দল। এমনকী ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার হয়েছিল ভারতের।

আলাদা করে ভারতীয় খেলোয়াড়দের ফর্ম নিয়েও মুখ খুলেছেন এবিডি। তিনি বলেন, “ভারতের প্রত্যেকেই ভাল খেলছে। সূর্যকুমার যাদব ভাল ফর্মে রয়েছে, বিরাট কোহলিও ছন্দে রয়েছে। রোহিত এখনও অবধি দাগ কাটতে না পারলেও প্রয়োজন অনুযায়ী যে কোনও মুহূর্তে তিনি ফিরে আসতে পারে। রোহিত দুর্দান্ত ক্রিকেটার। ভারতের গোটা ব্যাটিং লাইন আপ এবং টিম সঠিক ভারসাম্যে রয়েছে। আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল ম্যাচ হবে। ভারত যদি সেমিফাইনাল জেতে, তবে তাদের হাতেই বিশ্বকাপ উঠবে।”

এই টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই কিং কোহলির হাত ধরে একের পর এক ম্যাচে জয় পেয়েছে ভারত। ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। টুর্নামেন্টের শুরুতে কেএল রাহুল খারাপ ফর্মে থাকলেও তিনিও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। সেমিফাইনালে রোহিতরা ব্রিটিশদের টেক্কা দিতে পারে কি না, সেটাই এখন দেখার।

Next Article