AB de Villiers : আরসিবির হাত ধরে আইপিএলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 07, 2023 | 4:05 PM

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এরপর ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন এবি ডিভিলিয়ার্স।

AB de Villiers : আরসিবির হাত ধরে আইপিএলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : আইপিএলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। জল্পনা নয় এটাই সত্যি। কোটিপতি লিগে ‘মিস্টার ৩৬০’ ফিরছেন তাঁর প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন। এরপর ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন এবি ডিভিলিয়ার্স। আরসিবির জার্সিতে তাঁকে দেখা না গেলেও বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ডিভিলিয়ার্সের মধুর সম্পর্ক। তাই আরসিবির ডাকে সাড়া না দিয়ে পারলেন না তিনি। সব ঠিকঠাক থাকলে আইপিএলের (IPL) আগামী মরসুমে ফের দেখা মিলবে তাঁর। তবে অবশ্যই ব্যাট হাতে হিসেবে নয়। অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আরসিবিতে পরিবর্তনের ছোঁয়া। ২০২৪ মরসুম শুরু হতে এখনও অনেক সময়। হাতে সময় রেখেই নতুনভাবে দলকে সাজানোর কাজ চলছে। সর্বপ্রথম বিদায় দেওয়া হয়েছে ডিরেক্টর মাইক হেসন এবং কোচ সঞ্জয় বাঙ্গারকে। হেড কোচের পদে বাঙ্গারের পরিবর্তে এসেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডকে টি ২০ বিশ্বকাপ জেতানো কোচকে পরের মরসুম থেকে আরসিবির ডাগআউটে দেখা যাবে। বর্তমানে ‘ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস’-এর পদ খালি রয়েছে। তাহলে কি সেই পদেই ডিভিলিয়ার্সকে দেখা যাবে?

ডিভিলিয়ার্সের ফেরা নিশ্চিত হলেও তিনি আগামী দিনে তাঁকে ডিরেক্টর পদে দেখা যাবে কি না তা নিশ্চিত নয়। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি মেন্টর পদে নিযুক্ত করতে পারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কিংবদন্তিকে। নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে আরসিবির মেন্টর হিসেবে নয়া ইনিংস শুরু করতে পারেন ডিভিলিয়ার্স।

Next Article