IND vs SA: ‘কাকে দোষারোপ করব?’, ২ ম্যাচের IND vs SA টেস্ট সিরিজে অসন্তুষ্ট এবিডি
ভারতের লম্বা প্রোটিয়া সফর শেষ। এই দক্ষিণ আফ্রিকা সফরে (India Tour of South Africa) টি-২০, ওডিআই এবং টেস্ট তিন ফর্ম্যাটেই প্রোটিয়াদের বিরুদ্ধে খেলেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ড্র হয়েছিল। তারপর ৩ ম্যাচের ওডিআই সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতেছিল। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ ড্র দিয়ে। টি-২০ ও ওডিআই সিরিজ ৩ ম্যাচের হলেও টেস্ট সিরিজ কেন তিন ম্যাচের হল না, এই প্রশ্ন একাধিক ক্রিকেট প্রেমী তুলেছেন।

টেস্ট ক্রিকেট এখনও আল্টিমেট। এ কথা বিরাট কোহলি, রোহিত শর্মাদের মুখে একাধিকবার শোনা গিয়েছে। কিন্তু টি-২০, ওডিআই ক্রিকেটের সঙ্গে যেন পাল্লা দিতে পারছে না টেস্ট। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ২ ম্যাচের হওয়ায় হতাশা প্রকাশ করে এবিডি বলেছেন, ‘তৃতীয় টেস্ট না হওয়ায় আমি খুশি হইনি। এর জন্য সারা বিশ্বে চলমান টি-২০ ক্রিকেটকে দায়ী করতে হবে। কিন্তু আমি ঠিক জানি না কাকে দোষারোপ করব, তবে আমি অবশ্যই অনুভব করছি যে কিছু একটা ভুল হয়েছে।’
এই মুহূর্তে আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় নজর দিলে দেখা যাবে, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। দ্বিতীয় স্থানে ভারত। এবং তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা রয়েছে। প্রোটিয়া কিংবদন্তি এবিডির মতে, বিশ্বের সেরা টেস্ট টিম কোনটি তা জানতে হলে টেস্ট খেলায় কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে। তাঁর মনে হয়, টেস্ট ক্রিকেট বর্তমানে চাপের মধ্যে রয়েছে। ক্রিকেট বিশ্ব ধীরে ধীরে টি-২০ আর ওডিআই কেন্দ্রিক হতে চলেছে। ভেবে চিন্তিত এবিডি।
