Global T20 Canada : হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেট! টি ২০তে পাকিস্তানের আফ্রিদির আগুনে ফর্ম
টি ২০ লিগে আরও একবার বিস্ময়কর পারফরম্যান্স পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদির। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়ে দলকে ফাইনালে নিয়ে গেলেন তিনি।
টরেন্টো : কানাডায় টি ২০ লিগে (Global T20 Canada) অসাধারণ পারফরম্যান্স পাকিস্তানের তরুণ পেসার আব্বাস আফ্রিদির (Abbas Afridi)। ২২ বছরের এই ডানহাতি পেসার কোয়ালিফায়ার-২ এর বিপক্ষে হ্যাটট্রিক সহ ৫ উইকেট নিয়েছেন। তাঁর এই দুরন্ত পারফরম্যান্স মন্ট্রিয়ল টাইগার্স ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভ্যাঙ্কুভার নাইটসের বিরুদ্ধে। এই জয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। আব্বাস আফ্রিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন। নাইটস দল প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান তোলে। জবাবে ৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়ল টাইগার্স। ৪ উইকেট নেন জুনায়েদ সিদ্দিকী। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভ্যাঙ্কুভার নাইটসের সূচনাটা ভালই হয়েছিল। এক সময় দলের স্কোর ছিল এক উইকেটে ৯০ রান। অনুমান করা হচ্ছিল, বড় স্কোর গড়বে দলটি। ১৩তম ওভারের চতুর্থ বলে আব্বাস আফ্রিদি কোবিন বককে আউট করেন। পরের ২ বলে অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন ও নাজিবুল্লাহ জাদরানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। এভাবে কেরিয়ারের সেরা হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
Bosch ✅ Rassie ✅ Najib ✅
Abbas Afridi removes the backbone of the Knights within 3 deliveries ?#GT20Canada #GT20Season3 #GlobalT20 #CricketsNorth #GT20Playoffs #VKvMT pic.twitter.com/cToYDhEeUH
— GT20 Canada (@GT20Canada) August 5, 2023
পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে ৩৩ বলে ৩৯ রান করেন। কিন্তু তিনিও দলীয় ৯০ রানে আউট হন। বিনা রানে ৪ উইকেট হারায় দলটি। হর্ষ ঠক্কর ২৬ রান করে দলের স্কোর ১৩০-র উপরে নিয়ে যান। জবাবে মন্ট্রিয়ল টাইটার্সের সূচনাটা ভালো হয়নি। ২৯ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর ৫ নম্বরে নামা শাফরান রাদারফোর্ড অপরাজিত ৪৮ রান করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন। তিনি ৩৪টি বলের মোকাবিলা করেছেন। ২টি চার ও ৩টি ছক্কা হাঁকান। দীপেন্দর সিং ২৫ ও আন্দ্রে রাসেল ১৭ রান করেন। প্রসঙ্গত, কানাডা টি-২০ লিগে শোয়েব মালিকের মতো পাকিস্তানের অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেও খেলতে দেখা গিয়েছে।