কলকাতা: বাইশ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি হলেই, একটা আলাদা আমেজ থাকে। দুই দলের ক্রিকেটারদের রক্ত গরম হয়। সমর্থকরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। দুই দেশ যখনই ২২ গজে নেমেছে তৈরি হয়েছে একাধিক গল্প। মাঠের মধ্যে দুই দেশের ক্রিকেটারদের যতটাই লড়াকু মনোভাব দেখা যায়, মাঠের বাইরে ঠিক ততটাই বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখা যায়। বর্তমানে বিরাট-বাবরদের বন্ধুত্ব যেমন চোখে পড়ে, তেমনই দুই দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারদের বন্ধুত্বও এখনও নজর কাড়ে। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) মধ্যে মাঠের ঝগড়া ছিল দেখার মতো। তেমনই মাঠের বাইরে ঠিক তাঁদের বন্ধুত্ব ততটাই দেখার মতো। এখনও তাঁরা সামনাসামনি এলে খুনসুটিতে মেতে ওঠেন। দুবাইতে এ বার সেই মেজাজেই দেখা গেল বীরু আর শোয়েবকে।
আসলে দুবাইতে আন্তর্জাতিক টি-২০ লিগে ধারাভাষ্য দিতে গিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, শোয়েব আখতাররা। সেখানে শোয়েব আখতারের লম্বা রান আপ নিয়ে বলতে গিয়ে খুনসুটিতে মাতেন বীরু। সেওয়াগ বলেন, ‘ও যখন বল করত, তখন আমি ব্যাট নিয়ে নীচের দিকে তাকিয়ে থাকতাম। কারণ, আমি জানতাম যে ওর দৌড়তে ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগত।’
বীরুর ওই কথা শুনে শোয়েব তাঁকে প্রশ্ন করেন, ‘আমার ওই রকম রান আপ কি তোমাকে সমস্যায় ফেলত? তোমার কি মনোযোগে ব্যাঘাত ঘটত?’ এর উত্তরে সেওয়াগ বলেন, ‘আসলে তখম মাথায় অনেক কিছুই ঘুরত। তখন ভাবতাম তোমার বল এসে কি আমার গোঁড়ালিতে লাগবে? নাকি মাথার কাছে একখানা বাউন্সার আসবে? আসলে ওই সময় এই সব ভাবনাই আমার মাথায় আসত।’
Hamaray pyaray Viru bhai @virendersehwag yeh batatay huay k mera lamba run up ko kitna intezar kerwata tha.
And he feels it was a big distraction. @ilt20official @ilt20onzee #dpworldilt20 #allinforcricket pic.twitter.com/xwzJFFpZdp— Shoaib Akhtar (@shoaib100mph) January 21, 2024
পাকিস্তানের বিরুদ্ধে বীরেন্দ্র সেওয়াগ ৯টি টেস্টে খেলেছেন। তাতে করেছেন ১২৭৬ রান। রয়েছে ৪টি শতরান। ২টি অর্ধশতরান। এবং বীরু পাক টিমের বিরুদ্ধে ৩১টি ওডিআই ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ১০৭১ রান। রয়েছে ২টি শতরান এবং ৬টি অর্ধশতরান। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৩৪ রান। পাকিস্তানের তারকা বোলার শোয়েব আখতার ভারতের বিরুদ্ধে ১০টি টেস্টে খেলেছিলেন, তাতে ২৮টি উইকেট নিয়েছেন। এবং তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২৮টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। নিয়েছিলেন ৪১টি উইকেট।