NAG vs BEN Day TWO: ফিরেই সেঞ্চুরি অভিমন্যুর, ফের শতরান সুদীপের, চালকের আসনে বাংলা

Ranji Trophy 2022-23, Nagaland vs Bengal: দ্বিতীয় দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণ মাত্র ২১৮ বলে ১৭০ রান করেন। ১৬টি বাউন্ডারি মেরেছেন অভিমন্যু। সুদীপ ঘরামি ১০৪ রানের ইনিংস খেলেন।

NAG vs BEN Day TWO: ফিরেই সেঞ্চুরি অভিমন্যুর, ফের শতরান সুদীপের, চালকের আসনে বাংলা
দুই শতরানকারীর মাঝে ৬ উইকেট নেওয়া প্রদীপ্ত।Image Credit source: CAB

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 28, 2022 | 8:46 PM

সোভিমা : অভিমন্যু ঈশ্বরণ সদ্য ভারত এ দলের হয়ে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। অনবদ্য ছন্দে ছিলেন। এ দলের হয়ে পারফরম্যান্সের জেরেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও স্কোয়াডে ছিলেন। টেস্ট অভিষেক না হলেও সেই ছন্দ দেখা গেল বাংলার জার্সিতেও। ফিরেই রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি। নাগাল্যান্ডের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে চালকের আসনে বাংলা। অভিমন্যু ছাড়াও শতরানের ইনিংস সুদীপ ঘরামির। টানা দ্বিতীয় সেঞ্চুরি তাঁর। প্রথম ইনিংসে প্রদীপ্ত প্রামাণিকের আধডজন উইকেট। সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে অনবদ্য বাংলা। নাগাল্যান্ড বনাম বাংলার রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।

সোভিমায় প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে চাপে ছিল নাগাল্য়ান্ড। প্রথম দিনই পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলার বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। নাগাল্য়ান্ডের বাকি ১ উইকেটও নিলেন প্রদীপ্ত। সবমিলিয়ে ৪৩ রান দিয়ে ৬ উইকেট প্রদীপ্তর। বোলিংয়ে অনবদ্য পারফরম্য়ান্সের পর ব্যাটিং বিভাগও ভরসা দিল। প্রথম দুটি ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়েছিল বাংলা। সমস্য়া ছিল ওপেনিং জুটি নিয়ে। এই ম্যাচে জুটি বদলালেও ফল বদলাল না। মাত্র ১০ রানেই কৌশিকের আউটে ভাঙলো ওপেনিং জুটি। তবে আর এক ওপেনার এবং তিনে নামা সুদীপ ঘরামি ভরসা দিলেন।

দ্বিতীয় দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণ মাত্র ২১৮ বলে ১৭০ রান করেন। ১৬টি বাউন্ডারি মেরেছেন অভিমন্যু। সুদীপ ঘরামি ১০৪ রানের ইনিংস খেলেন। জোড়া শতরানের পর অনুষ্টুপ মজুমদারের ৩০ রান। দিনের শেষে ক্রিজে রয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (১৬) ও শাহবাজ আহমেদ। প্রথম ইনিংসে ইতিমধ্যেই ১৭০ রানের বড় লিড নিয়েছে বাংলা। ঝোড়ো ব্য়াটিং করেন বাংলার ব্যাটাররা। ওভার প্রতি ৪-এর বেশি রান তুলেছেন। তৃতীয় দিন লিড বাড়িয়ে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়া এবং সরাসরি জয়ই লক্ষ্য বাংলার।