
এশিয়া কাপের আয়োজক ভারত। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে। ভারতের সঙ্গে যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট ব্যবহার করা হয়। ফলে এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটেই। কিন্তু টুর্নামেন্ট নিয়ে নানা জট। এ দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং ছিল ঢাকায়। বাংলাদেশে অনুষ্ঠিত এই মিটিংয়ে ভারতীয় বোর্ডের কর্তারা যাবেন না, আগেই নিশ্চিত করা হয়েছিল। ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন বিসিসিআই কর্তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার পর জানানো হয়েছে, আলোচনা ফলপ্রসূ, ভারতীয় বোর্ডের ঘোষণার অপেক্ষা।
এশিয়া কাপ কোথায় হবে, এই নিয়ে শোনা যাচ্ছে নিরপেক্ষ ভেনু আরব আমির শাহিতে হবে টুর্নামেন্ট। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে তা ঘোষণা করা হয়নি। কাউন্সিলের শীর্ষকর্তা তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব তাড়াতাড়িই হবে। ভেনু এবং সূচিও প্রকাশ হবে।’ ভারতীয় বোর্ডের তরফে সহ সভাপতি রাজীব শুক্লা এবং প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস শেলার ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দিয়েছিলেন বলে খবর।
সূত্রের খবর, আট দল অংশ নেবে এশিয়া কাপে। এর মধ্যে পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ এবং আরব আমির শাহি, হংকং ও ওমান থাকছে। ১০ থেকে ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্ট হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী, টুর্নামেন্ট এগিয়েও দেওয়া হতে পারে। ভারতীয় দলের বাংলাদেশ সফর আপাতত বাতিল হওয়ায় সেই সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এশিয়ান গেমস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালে জাপানের এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে ১০টি এবং মহিলাদের ৮টি দল অংশ নেবে। ক্রমতালিকা অনুযায়ী ঠিক হবে, কারা অংশ নেবে।