India vs Bangladesh: শুরুর মতো হতাশায় শেষ! এশিয়া কাপ ফাইনালে হার ভারতের

ACC Men’s U19 Asia Cup 2024 Final: ভারতের দুই পেসার যুধাজিৎ গুহ ও চেতন শর্মা। দু-জনেই দুটি করে উইকেট নেন। স্পিনাররাও ভালো বোলিং করেন। ৫ বল বাকি থাকতেই ১৯৮ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয় ভারত।

India vs Bangladesh: শুরুর মতো হতাশায় শেষ! এশিয়া কাপ ফাইনালে হার ভারতের
Image Credit source: ACC

Dec 08, 2024 | 5:49 PM

শুরুটা হয়েছিল হতাশায়, শেষটাও। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে হার ভারতের। ফাইনালে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। দু-দলেরই টার্গেট ট্রফি। শেষ হাসি হাসা হল না ভারতের। ফাইনালে ৫৯ রানে হার। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। বিশেষ করে ভারতের দুই পেসার যুধাজিৎ গুহ ও চেতন শর্মা। দু-জনেই দুটি করে উইকেট নেন। স্পিনাররাও ভালো বোলিং করেন। ৫ বল বাকি থাকতেই ১৯৮ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয় ভারত। টার্গেট ছোট হলেও ভারতীয় ব্যাটাররা পৌঁছতে পারলেন না।

অনূর্ধ্ব ১৯ স্তরে কোনও দলকেই কাগজে কলমে এগিয়ে রাখা যায় না। প্রতিটা দলই কার্যত অচেনা প্রতিপক্ষ। ভারত এশিয়া কাপ অভিযান শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে টস হেরেই চাপে পড়ে ভারত। প্রথমে ব্যাট করে ভারতকে বড় টার্গেট দিয়েছিল পাকিস্তান। তবে শেষ উইকেট জুটিতে যুধাজিৎরা দুর্দান্ত অবদান রেখে হারের ব্যবধান কমান। দ্বিতীয় ম্যাচ থেকে অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। জাপানের বিরুদ্ধে ২০০ প্লাস রানে জয়। আরব আমির শাহিকেও বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল।

ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তারা সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই ভালো। তাদের বিরুদ্ধে ভারতের লড়াইটা সহজ ছিল না। দুবাইয়ের পিচে থমকে আসছিল বল। শট খেলতেও সমস্যায় পড়ে ভারত। শুরুর দিকে সুইংটাও মারাত্মক হচ্ছিল। যে কারণে বড় সমস্যায় পড়ে ভারতের টপ অর্ডার। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। শেষ অবধি ৩৫.২ ওভারেই ১৩৯ রানে অলআউট ভারত।