India vs Sri Lanka: বৈভবদের সামনে সেমিতে শ্রীলঙ্কা, জিতলে প্রতিপক্ষ পাকিস্তান নয় বাংলাদেশ

ACC Men’s U19 Asia Cup 2024 Semi-Final: ব্যবধানটা কম হওয়ায় নেট রান রেটে খুব একটা পিছিয়ে পড়েনি ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ২০০-এর বেশি ব্যবধানে জিতে দুর্দান্ত কামব্যাক করে ভারত। গত ম্যাচে আরব আমির শাহিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই।

India vs Sri Lanka: বৈভবদের সামনে সেমিতে শ্রীলঙ্কা, জিতলে প্রতিপক্ষ পাকিস্তান নয় বাংলাদেশ
Image Credit source: ACC

Dec 06, 2024 | 12:04 AM

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার। যদিও সেই ম্যাচে প্রাপ্তি ছিল শেষ উইকেট জুটি। ভারতের হারের ব্যবধান অনেক হতে পারত। কিন্তু শেষ অবধি ৪৪ রানে হার। ব্যবধানটা কম হওয়ায় নেট রান রেটে খুব একটা পিছিয়ে পড়েনি ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ২০০-এর বেশি ব্যবধানে জিতে দুর্দান্ত কামব্যাক করে ভারত। গত ম্যাচে আরব আমির শাহিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই।

দুবাইতে সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এ বারের এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে পাকিস্তান। তেমনই বাংলাদেশও ভালো ছন্দে। আর এক সেমিফাইনাল শারজায়। ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ভারতের শুরুটা খারাপ হলেও গত দু-ম্যাচে দুরন্ত কামব্যাক। ভারতের বোলিং প্রথম থেকেই ভালো পারফর্ম করেছে। বিশেষ করে বলতে হয় দুই পেসার সামর্থ এবং বাংলার পেসার যুধাজিৎ গুহ। তেমনই পার্টটাইম স্পিনার হার্দিক রাজও দুর্দান্ত বোলিং করেছেন।

ব্যাটারদের মধ্যে ওপেনার আয়ুষ মাহত্রে ধারাবাহিক ভালো পারফর্ম করেছিলেন। গত ম্যাচে কার্যকরী ইনিংস খেলেছেন ১৩ বছরের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। সদ্য আইপিএলের মেগা অকশনে কোটিপতি হয়ে শিরোনামে জায়গা করে নিয়েছেন। প্রথম দু-ম্যাচে তাঁর পারফরম্যান্স হতাশ করেছিল। সেমিফাইনালে আয়ুষ মাহত্রের সঙ্গে আরও একটা ভালো ইনিংস খেলতে পারলে, ভারতের ভিত গড়ে দিতে পারেন বৈভব। তেমনই মিডল অর্ডারে ক্যাপ্টেন আমান ছন্দে। সেমিফাইনালে জিতলে ট্রফির ম্যাচে ভারতের সামনে পাকিস্তান অথবা বাংলাদেশ।

ভারত বনাম শ্রীলঙ্কা, সকাল ১০.৩০ থেকে, সোনি স্পোর্টসে সম্প্রচার