বিধ্বস্ত আফগানিস্তানের জন্য অর্থ তুলছেন রশিদ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2021 | 5:57 PM

রশিদের আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। আফগানিস্তানের সাহায্য-কল্পে ২০ হাজার ডলার তোলা লক্ষ্যে। তা অচিরেই পূরণ হয়ে যাবে বলে ধারণা রশিদের।

বিধ্বস্ত আফগানিস্তানের জন্য অর্থ তুলছেন রশিদ
বিধ্বস্ত আফগানিস্তানের জন্য অর্থ তুলছেন রশিদ (সৌজন্যে-টুইটার)

Follow Us

কাবুল: তালিবান (Taliban) আগ্রাসনে আরও একবার কোণঠাসা আফগানিস্তান। দেশ ছেড়ে অনেকে পালাচ্ছেন। প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছেন অন্য দেশে। যাঁরা রয়েছেন দেশে, তাঁদের অবস্থা আরও খারাপ। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য এগিয়ে এলেন আফগান ক্রিকেটার। দেশের জনতার জন্য অনুদান চাইলেন তাঁর ভক্তদের কাছ থেকে।

টুইটার ও ইন্সটাগ্রামে তালিবান হানায় বিধ্বস্ত কাবুল সহ দেশের আরও শহরের ছবি পোস্ট করেছেন রশিদ খান (Rashid Khan)। সেখানে লিখেছেন, ‘আপনার সামান্য সাহায্য হয়তো কারও কারও জীবন একটু সহজ করে দিতে পারে।’

রশিদের আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। আফগানিস্তানের সাহায্য-কল্পে ২০ হাজার ডলার তোলা লক্ষ্যে। তা অচিরেই পূরণ হয়ে যাবে বলে ধারণা রশিদের। রশিদ ইন্সটাগ্রামে লিখেছেন, ‘দেশের মূল্য কী, সেটা বোঝার সময় এসেছে। অনেকের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। শান্তিপূর্ণ, উন্নত একটা দেশের প্রার্থনা করতে হবে সবাইকে।’

তালিবান শাসন ফিরে আসায় আফগানিস্তান (Afghanistan) জুড়ে ভীতি ছড়িয়ে পড়েছে। সমাজ, সংস্কৃতি, শিল্প, খেলা— সব কিছুতেই এর প্রভাব পড়বে বলে আশঙ্কা দেশের বুদ্ধিজীবীমহলের। রশিদদের মতো প্রথম সারির ক্রিকেটাররা দেশের বাইরে থাকলেও অনেক ক্রিকেটারই এখন দেশে। তাঁদের পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন ক্রিকেটাররা। পরিস্থিতি এমনই যে, কেউই মুখ খুলতে চাইছেন না প্রকাশ্যে। সেখানে রশিদের মতো আইকনের এগিয়ে আসাকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

Next Article