BAN vs AFG: ব্যাটিং বিপর্যয় ও বৃষ্টি, আফগানদের বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2023 | 11:10 PM

Bangladesh vs Afghanistan, ODI: বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু হচ্ছে ৫ অক্টোবর। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলি। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশ।

BAN vs AFG: ব্যাটিং বিপর্যয় ও বৃষ্টি, আফগানদের বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
Image Credit source: AFP

Follow Us

চট্টগ্রাম: ব্যাটিং ব্যর্থতা এবং বারবার বৃষ্টি। ঘরের মাঠে আফগানিস্তানর বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু হল বাংলাদেশের। এ বছর ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলি। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে গেল আফগানিস্তান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে অ্যাডভান্টেজ ছিল আফগানিস্তান। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হসমাতুল্লা শাহিদি। বৃষ্টির কারণে প্রায় তিন বার খেলা থামে। সব মিলিয়ে ৩ ঘণ্টারও বেশি সময় নষ্ট নয়। এর মাঝে আফগানিস্তানের অনবদ্য বোলিং পারফরম্যান্স। ব্যাটিংয়েও দাপট। বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবালকে মাত্র ১৩ রানেই কট বিহাইন্ড করেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। আর এক ওপেনার লিটন দাস করেন ২৬ রান।

বাংলাদেশ মিডল অর্ডারে উজ্জ্বল তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। ৫১ রান করেন তিনি। কেরিয়ারের তৃতীয় ওডিআই হাফসেঞ্চুরি তাঁর। বৃষ্টির কারণে ওভার কমে ৪৩ ওভার হয়। বাংলাদেশ ১২৮-৫ থেকে ১৬৯-৯ স্কোরে ইনিংস শেষ করে। আফগানিস্তান বোলারদের মধ্যে বাঁ হাতি পেসার ফারুকি ৮.৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া তারকা স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান দুটি করে উইকেট নেন।

বৃষ্টিতে ৪৩ ওভারের ম্যাচও করা যায়নি। আফগানিস্তান ইনিংসের ২১.৪ ওভারে ফের বৃষ্টি নামে। সে সময় আফগানিস্তানের স্কোর ৮৩-২। ইব্রাহিম জাদরান ৪১ রানে ক্রিজে। যদিও বৃষ্টিতে আর ম্যাচ শুরু করা যায়নি। অবশেষে স্থানীয় সময় ৯.৩৩ মিনিটে এই স্কোরেই ম্যাচ থামাতে হয়। ডাকওয়ার্থ লুইসে ১৭ রানে এগিয়ে ছিল আফগানিস্তান। তাদের বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট সাকিব আল আসান ও তাস্কিন আহমেদের।

Next Article