নয়াদিল্লি: ভারতের সঙ্গে আফগান প্লেয়ারদের সম্পর্ক বারাবরই ভালো। আফগানিস্তানের ক্রিকেটের বিকাশে বরাবর সাহায্য করে এসেছে ভারত। তাঁদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার জায়গাওকরে দিয়েছে ভারতই। আফগান প্লেয়ারদের ভালোবাসেন, পছন্দ করেন ভারতীয় প্লেয়াররা। ক্রিকেট জগতে সচরাচর এমন সুসম্পর্ক দেখা যায় না দুই দলের মধ্য়ে। তবে সম্প্রতি আফগান প্লেয়ার নবীন উল হক ও বিরাট কোহলির ঝামেলার পর সেই সম্পর্কে খানিকটা চিড় ধরেছে। আজ বিশ্বকাপের (ICC World Cup2023) মঞ্চে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। এই মর্মে ভারতকে নিয়ে কী বলছেন আফগানিস্তানের অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi)? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ। ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পেতেন না আফগান প্লেয়াররা। তাঁদের দ্বিপাক্ষিক সিরিজ খেলার জায়গা করে দিয়েছিল ভারত। বলা ভালো, বিসিসিআই সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের দিকে। ভারত তাঁদের হোম গ্রাউন্ড। কেন? কারণ ভারতের মাটিতেই আফগানরা দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়ে এসেছেন বরাবর। আফগান প্লেয়ারদের ভালোবাসেন বিরাট কোহলি, রোহিত শর্মা। রশিদ খান, মুজিবউর রহমানের মতো বহু প্লেয়ারের সঙ্গে ভালো সম্পর্ক রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। কিন্তু ভারত-আফগানিস্তানের এমন সুসম্পর্কের মাঝে চিড় ধরিয়েছে বিরাট-নবীনের তিক্ততা। চলতি বছর আইপিএলের ম্যাচ চলকালীন ঝামেলায় জড়ান আফগান পেসার নবীন উল হক ও কিং কোহলি। সেই ঝামেলা দু’দেশের ক্রিকেটারদের সম্পর্কে খানিকটা হলেও চাপানউতোড় তৈরি করেছিল। এ বার বিশ্বকাপের মতো মঞ্চে পরম ‘বন্ধু’ ভারতের মুখোমুখি হওয়ার আগে আফগান অধিনায়কের গলায় শোনা গেল আবেগের সুর। হসমতউল্লাহ বলে দিলেন, “ভারত আমাদের কাছে ঘরবাড়ির মতো। ভারতীয়দের কাছ থেকে বরাবর বুক ভরা ভালোবাসা পেয়ে এসেছি আমরা। ভারতীয় তারকা সচীন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় অনেক আফগান প্লেয়ারের অনুপ্রেরণা।” সেই সঙ্গে শাহিদির সংযোজন, “খেলার মাঠে আগ্রাসন থাকবেই। এটা শুধু ভারত বা আফগানিস্তানের জন্যই নয়। কমবেশি সব দলের মধ্যেই তা থাকে।”
শুধু ভারতীয় তারকারাই নন, ভারতের ক্রিকেট প্রেমীদের মনেও বরাবর আফগানিস্তান প্লেয়ারদের জন্য আলাদা জায়গা রয়েছে। এই বিরাট-নবীনের একটা ঝামেলাই যেন খানিকটা প্রভাব ফেলেছে এই সম্পর্কে। আইপিএলের সেই ঝামেলার পর এই প্রথম বার মুখোমুখি হবে কোহলি ও নবীন। বিশ্বকাপের মঞ্চে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। বিশ্বকাপের মতো মঞ্চে দুই বন্ধু দেশের লড়াই কতখানি রোমাঞ্চ ছড়ায় ফিরোজ শাহ কোটলায়, দেখার জন্য মুখিয়ে বিশ্বকাপ।