চেন্নাই: বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছিল আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্য়ান্ডকে হারিয়ে নতুন ‘আফগান কাব্য’ লিখেছিলেন রশিদ খানরা। আফগানিস্তানের দুর্দান্ত পারফরম্য়ান্স আশা জাগিয়েছিল ক্রিকেট প্রেমীদের মনে। তবে নিউজিল্যান্ডের সামনে ব্যাট-বলের সেই ধার বজায় রাখতে পারল না আফগানিস্তান। ১৪৯ রানের ব্য়বধানে আফগানদের হারিয়ে দেয় কিউয়িরা। একের পর ক্যাচ মিস! শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৮ রান করে ম্য়াচ জিতে নেয় টম ল্য়াথামের নিউজিল্য়ান্ড। দলের এই পারফরম্যান্সে মোটেই খুশি নন আফগান কোচ জোনাথন ট্রট। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বুধবার, টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি। আগের ম্যাচে ইংল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠিয়ে ম্যাচ জিতেছিল আফগানরা। পরের ম্যাচে সিদ্ধান্ত বদল। এই সিদ্ধান্তই কি তবে কাল হল? প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। ফিল্ডিংয়ে একেবারেই ছাপ ফেলতে পারেননি আফগানরা। নিউজিল্যান্ডের মতো দলের সামনে হাফ ডজন ক্য়াচ মিস, যা সত্যি অপ্রত্য়াশিত। দ্বিতীয় ওভারে ক্যাচ মিস করেন রহমত শাহ। এরপর একে-একে এই তালিকায় নাম লেখান শাহিদি, মুজিব উর রহমানরা।
ম্য়াচের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন নবীনদের কোচ জোনাথন ট্রট। ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে তাঁকে বলতে শোনা যায়, ‘এটা শুধু চাপে পড়ে হয়েছে এমনটা নয়। আমি যখন থেকে দায়িত্বে এসেছি এই ঘটনা ঘটেছে বেশ কয়েক বার।’ দলের এই ব্যর্থতা নিয়ে কোনও রাখঢাক নেই ট্রটের। তিনি পরিষ্কার জানান, এই পারফরম্যান্স কাম্য নয়। ট্রটের কথায়, “বেশ কিছু জিনিস আমাদের ভাবতে হবে। যা খামতি আছে তা শুধরে নিতে হবে। কয়েকটি বিষয় আরও উন্নত করতে হবে আমাদের। সেদিকেই লক্ষ্য় রাখব।” আফগানদের পরবর্তী ম্যাচ ২৩ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। দুই দলই অতীতের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।