নয়াদিল্লি: তেইশের আইপিএলের সময় চর্চায় ছিল বিরাট বনাম নবীন দ্বৈরথ। যা আর ২২ গজে সীমাবদ্ধ ছিল না। ছড়িয়েছিল মাঠের বাইরেও। আইপিএল (IPL) চলাকালীন আফগান তারকা পেসার নবীন উল হক (Naveen Ul Haq) ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর এক প্রস্থ করে চলেছিল একে অপরকে খোঁচা দেওয়ার পালা। আইপিএল চলাকানীল মুম্বই বনাম আরসিবি ম্যাচ দেখার সময় এক প্লেট মিষ্টি আম নিয়ে বসেছিলেন নবীন। সেই ছবি ইন্সটায় দিয়েছিলেন আফগান তারকা। তাঁর ইনস্টা স্টোরির প্রথম ছবিটি ছিল পীয়ুষ চাওলার। সেই সময় আরসিবির ব্যাটিং চলছিল। আফগান পেসার ইন্সটা স্টোরির ক্যাপশনে লেখেন, “মিষ্টি আম।” সঙ্গে একটি তারিফের ইমোজি। সেই সময় নেটিজ়েনরা ধরেই নিয়েছিলেন, বিরাটের সঙ্গে ঝামেলা চলছিল বলে তাঁকে ইঙ্গিত করেই মিষ্টি আমের ছবি শেয়ার করে খোঁচা দিয়েছেন নবীন। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে নবীন জানিয়েছেন, ‘মিষ্টি আম’-এর নেপথ্য কোহলি নাকি অন্য কিছু? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রথম বার আইপিএলে খেলার সুযোগ পেয়ে নবীন যেভাবে বিরাটের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন, তা ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। অবশ্য ওডিআই বিশ্বকাপে বিরাট ও নবীনের ঝামেলার ইতি হয়েছে। তাঁরা একে অপরের সঙ্গে হাত মেলান। বিরাট পিঠ চাপড়ে দেন নবীনের। সেই থেকে কোহলির সঙ্গে নবীনের তিক্ত সম্পর্কে ইতি হয়েছে। এ বার তিনি নিজের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আইপিএলের সময় আমের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে বিরাটের কোনও যোগ ছিল না।
লখনউকে দেওয়া সাক্ষাৎকারে নবীন বলেন, ‘আমি ধবলভাইকে ৩-৪ দিন ধরে বলেছিলাম, আম খেতে চাই। আর ও সেই রাতে আমার জন্য আম নিয়ে এসেছিল। আমরা যখন গোয়া গিয়েছিলাম, ও আম কিনেছিল। আমি স্ক্রিনের সামনে বসেছিলাম এবং আম খাচ্ছিলাম। যে ছবি দিয়েছিলাম, তাতে কিন্তু কারও ছবি ছিল না। আমি মিষ্টি আম লিখেছিলাম ক্যাপশনে। যা লোকেরা অন্য ভাবে নিয়েছিল। আমি তখন আর কিছু বলিনি। ভেবেছিলাম, লোকেরা যখন বিষয়টা থেকে মজা নিচ্ছে নিক।’ শেষে হাসতে হাসতে নবীন বলেন, ‘আমের মরসুম ছিল। দোকানিদের বিক্রিও তো হওয়া দরকার।’
Who said “sweet mangoes”? 🫣😂
Full interview on YouTube! 💙#LucknowSuperGiants | #LSG | #DurbansSuperGiants | #DSG | pic.twitter.com/SKGzZv4HQ2
— Lucknow Super Giants (@LucknowIPL) December 2, 2023
নবীন যাই বলুন না কেন, আইপিএলের সময় তাঁর বার বার আমের ছবি শেয়ার করা দেখে সকলেই ভেবেছিলেন তিনি বিরাটকে খোঁচা দিতেই এমনটা করছেন।