PAK vs AFG: পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিলেন ‘পাঠান ভাইয়েরা’, ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের

শাদাব খানের নেতৃত্বে রশিদ খানদের কাছে সিরিজে হার হজম করতে হল। এই প্রথম আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ হারল পাকিস্তান।

PAK vs AFG: পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিলেন 'পাঠান ভাইয়েরা', ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 9:16 AM

শারজা: ‘আমাদের পাঠান ভাইয়েরা চমৎকার ক্রিকেট খেলেছে।’ আফগানিস্তানের (Afghanistan Cricket) বিরুদ্ধে প্রথম বার টি-২০ ম্যাচে হারের পর বলেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। সেই প্রিয় পাঠান ভাইদের হাতে সিরিজে নাস্তানাবুদ হতে হল পাকিস্তানকে (Pakistan Cricket)। দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে হারাল আফগানিস্তান। পরপর সিরিজের দুটি ম্যাচ জিতে নিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি টি-২০ সিরিজ ছিনিয়ে নিল আফগানিস্তান। সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের (PAK vs AFG)। তারই ফল ভুগল পাকিস্তান। শাদাব খানের নেতৃত্বে রশিদ খানদের কাছে সিরিজে হার হজম করতে হল। এই প্রথম আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ (T20 Series) হারল পাকিস্তান। রবিবার ছিল দ্বিতীয় টি-২০ ম্যাচ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে লো স্কোরিং ম্যাচ অনায়াসে জিতে নিয়েছে আফগানিস্তান। বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।

সদ্য সমাপ্ত হওয়া পিএসএল ম্যাচে রানের বর্ষা দেখা গিয়েছে। টি-২০তে দুশো বা তার বেশি রান যেন জলভাত হয়ে গিয়েছিল। জাতীয় দলে ফিরতেই যেন ব্যাটে রানের খরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তান। ফজলহক ফারুকি প্রথম ওভারের দ্বিতীয় বলে সৈয়ম আয়ুব এবং তৃতীয় বলে আবদুল্লা শফিককে সাজঘরে ফেরান। মহম্মদ হারিস (১৫) চেষ্টা করেছিলেন। ২০ রানে তিন উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হাল ধরেন ইমাদ ওয়াসিম। ৫৭ বলে অপরাজিত ৬৪ রান তাঁর। ক্যাপ্টেন শাদাব খান ৩২ রান করেন। দুইয়ের ব্যাটে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩০ রান ওঠে। ফারুকি ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ (৪৪), ইব্রাহিম জার্দান (৩৮), নাজিবুল্লাহ জার্দানের ব্যাটে (২৩) ৩ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

শারজায় ইতিহাস গড়েছেন মহম্মদ নবি, রশিদ খানরা। ২-০ ব্যবধানে সিরিজ এখন তাঁদের পকেটে। বাকি রয়েছে আরও একটা ম্যাচ। সেই ম্যাচে হারলে পাঠান ভাইদের হাতে চুনকাম হওয়ার লজ্জা পেতে হবে পাক দলকে। সম্মানরক্ষার ম্যাচে শাদাব খানের নেতৃত্বে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর কোন পন্থা নেয় সেটাই দেখার।