Afghanistan vs Namibia Match Highlights, T20 World Cup 2021: নবিন-হামিদদের দাপটে ৬২ রানে নামিবিয়াকে হারাল আফগানিস্তান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 31, 2021 | 7:24 PM

Afghanistan vs Namibia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান (Afghanistan) বনাম নামিবিয়া (Namibia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Afghanistan vs Namibia Match Highlights, T20 World Cup 2021: নবিন-হামিদদের দাপটে ৬২ রানে নামিবিয়াকে হারাল আফগানিস্তান
আফগানিস্তান বনাম নামিবিয়া

Follow Us

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এর নবম দিনের প্রথম ম্যাচে মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে আফগানরা। ম্যাচ জিততে নামিবিয়াকে তুলতে হত ১২০ বলে ১৬১ রান। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান তোলে ঈগলসরা। ফলে ৬২ রানে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ২ পয়েন্ট তুলে নিল রশিদ খানরা। টি-২০ বিশ্বকাপের মূল পর্বে প্রথম বার খেলার সুযোগ পেয়েই স্কটল্যান্ডকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল নামিবিয়া। তবে দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে চমক দেখাতে পারলেন না এরাসমাসরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 31 Oct 2021 07:01 PM (IST)

    ৬২ রানে ম্যাচ জিতল আফগানিস্তান

    নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে নামিবিয়া। ফলে ৬২ রানে ম্যাচ জিতে নিল আফগানিস্তান।

  • 31 Oct 2021 06:33 PM (IST)

    ১৫ ওভারে নামিবিয়া ৭৩/৭

    আফগান বোলারদের দাপটে ১১ ওভারের মধ্য়েই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল নামিবিয়া। ১৫ ওভারে আরও একটি উইকেট হারায় তারা। ১৫ ওভারে ঈগলসদের স্কোর ৭ উইকেটে ৭৩।


  • 31 Oct 2021 06:08 PM (IST)

    ১০ ওভারে নামিবিয়া ৫৫/৪

    খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে নামিবিয়ার প্রয়োজন ৬০ বলে ১০৬ রান

  • 31 Oct 2021 05:49 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল আফগানিস্তান। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে নামিবিয়া। ম্যাচ জিততে নামিবিয়ার এখনও প্রয়োজন ১৩১ রান

  • 31 Oct 2021 05:45 PM (IST)

    ৫ ওভারে নামিবিয়া ২৯/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৯ রান তুলেছে নামিবিয়া। ইটন ব্যাট করছেন ১৪ রানে, এরাসমাস রয়েছেন ২ রানে।

  • 31 Oct 2021 05:36 PM (IST)

    ৩ ওভারে নামিবিয়া ১৯/২

    প্রথম ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে নামিবিয়া। ম্যাচ জিততে ঈগলসদের তুলতে হবে এখনও ১৪২ রান

  • 31 Oct 2021 05:25 PM (IST)

    নামিবিয়ার ইনিংস শুরু

    রান তাড়া করতে নেমে পড়ল নামিবিয়া। ওপেনিংয়ে নামলেন ক্রেগ উইলিয়ামস ও নিকোল লফটি-ইটন

  • 31 Oct 2021 05:08 PM (IST)

    আফগানদের ইনিংস শেষ ১৬০ রানে

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে আফগানরা। ম্যাচ জিততে নামিবিয়াকে তুলতে হবে ১২০ বলে ১৬১ রান।

  • 31 Oct 2021 04:38 PM (IST)

    ১৫ ওভারে আফগানিস্তান ১০৯/৩

    খেলা বাকি ৫ ওভারের। শেষ ৫ ওভারে আফগানরা কত রান তুলতে পারে সেদিকেই নজর থাকবে।

    অসগর আফগান (১৮*), নাজিবউল্লাহ জাদরান (৫*)

  • 31 Oct 2021 04:17 PM (IST)

    ১০ ওভারে আফগানিস্তান ৬৯/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে ৬৯ রান। খেলা বাকি ১০ ওভারের। মহম্মদ শাহজাদ ব্যাট করছেন ৩০ রানে। দশম ওভারের পঞ্চম বলে রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারানোর পর ক্রিজে নতুন ব্যাটার অসগর আফগান (১*)।

  • 31 Oct 2021 03:55 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে আফগানরা তুলেছে ৫০ রান।

  • 31 Oct 2021 03:53 PM (IST)

    ৫ ওভারে আফগানিস্তান ৩৭/০

    ভালো শুরু করেছে আফগান ওপেনিং জুটি। ৫ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট হারায়নি নবির দল। ৫ ওভারে আফগানিস্তানের স্কোর ৩৭/০।

    ২৪ বলে ৩১ রান করেছেন হসরতউল্লাহ জাজাই। এবং মহম্মদ শাহজাদ ব্যাট করছেন ৫ রানে।

  • 31 Oct 2021 03:31 PM (IST)

    আফগানিস্তানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মহম্মদ শাহজাদ ও হসরতউল্লাহ জাজাই

  • 31 Oct 2021 03:18 PM (IST)

    নামিবিয়ার প্রথম একাদশ

    নামিবিয়ার প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। স্কটদের বিরুদ্ধে যে দল নিয়ে ম্যাচ জিতেছিল ঈগলসরা, তাঁরাই থাকছেন আফগানদের বিরুদ্ধে নামিবিয়ার প্রথম একাদশে।

    নামিবিয়ার প্রথম একাদশ: ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।

  • 31 Oct 2021 03:17 PM (IST)

    আফগানিস্তানের প্রথম একাদশ

    মুজিব উর রহমানের পরিবর্তে আজ আফগানদের প্রথম একাদশে জায়গা পেয়েছেন হামিদ হাসান।

    আফগানিস্তানের প্রথম একাদশ: মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), হসরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, অসগর আফগান, মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নবিন উল হক, হামিদ হাসান।

  • 31 Oct 2021 03:09 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল আফগানিস্তান

    টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান ক্যাপ্টেন মহম্মদ নবি

  • 31 Oct 2021 02:52 PM (IST)

    সুপার-১২ এ নিজেদের প্রথম ম্যাচে স্কটদের হারিয়েছে নামিবিয়া, আজ কি আফগানদের বিরুদ্ধেও ঈগলসদের কামাল দেখা যাবে?

  • 31 Oct 2021 02:49 PM (IST)

    কিছুক্ষণের মধ্যে শুরু হবে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচ