Afghanistan vs Pakistan Highlights, T20 World Cup 2021: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Oct 29, 2021 | 11:15 PM

Afghanistan vs Pakistan Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান (Afghanistan) বনাম পাকিস্তান (Pakistan) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Afghanistan vs Pakistan Highlights, T20 World Cup 2021: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের
আফগানিস্তান বনাম পাকিস্তান

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর সপ্তম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) এবং বাবর আজমের পাকিস্তান (Pakistan)। সুপার-১২ (Super 12)-এ এর আগের দুটো ম্যাচেই জিতেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারত দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছেন মহম্মদ রিজওয়ানরা।  আফগানদের হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কার্যত পাকা পাকিস্তানের। চাপ পরলেও ম্যাচ জিতে নিল বাবর অজমের দল। আগের ম্যাচের মতই এদিনও পাকিস্তানার জয়ের নায়ক আসিফ আলি। ১৯ তম ওভারে ৪টি ছয় মেরে ম্যাচ ও সেমিফাইনালের টিকিট দখলে নিয়ে নিলেন আসিফ। ৬ বল বাকি থাককেই ম্যাচ জিতে নিল পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে দুরন্ত বাবর অজমের দল।

 

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Oct 2021 11:07 PM (IST)

    আসিফের ৪টি ছয়ে ম্যাচ পাকিস্তানের

    ১৯ তম ওভারে ৪টি ছয় মেরে ম্যাচ জেতালেন আসিফ আলি। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের।

     

  • 29 Oct 2021 10:53 PM (IST)

    পাকিস্তান ১২২/৪ (১৭)

    ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২২ রান পাকিস্তানের। শেষ ১৮ বলে পাকিস্তানের চাই ২৬ রান। ৫১ রান করে আউট বাবর।


  • 29 Oct 2021 10:39 PM (IST)

    পাকিস্তান ১০১/৩ (১৫)

    ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান পাকিস্তানের। শেষ ৩০ বলে পাকিস্তানের চাই ৪৭ রান। টি-২০ আন্তর্জাতিকে ১০০ উইকেট রশিদ খানের।

     

  • 29 Oct 2021 10:09 PM (IST)

    পাকিস্তান ৭২/১ (১০)

    ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭২ রান পাকিস্তানের। শেষ ৬০ বলে ম্যাচ জিততে পাকিস্তানের চাই ৭৬ রান।

  • 29 Oct 2021 09:49 PM (IST)

    পাকিস্তান ৩৮/১ (৬)

    পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৩৮ রান পাকিস্তানের। আউট মহম্মদ রিজওয়ান।

  • 29 Oct 2021 09:34 PM (IST)

    পাকিস্তান ১১/০ (২)

    ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১১ রান পাকিস্তানের

  • 29 Oct 2021 09:16 PM (IST)

    আফগানিস্তান ১৪৬/৬ (২০)

    ২০ ওভার শেষে আফগানিস্তান ৬ উইকেট করেছে ১৪৭ রান। জয়ের হ্যাটট্রিক করতে পাকিস্তানের চাই ১৪৮ রান।

     

  • 29 Oct 2021 08:24 PM (IST)

    আফগানিস্তান ৬৫/৫ (১০)

    ১০ ওভার শেষে আফগানিস্তানের রান ৬৫। তারা হারিয়েছে ৫ উইকেট।

     

  • 29 Oct 2021 08:02 PM (IST)

    ৫ ওভারে আফগানিস্তান ৩৯/২

    প্রথম ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে আফগানরা।

    রহমানউল্লাহ গুরবাজ রয়েছেন ১০ রানে। করিম জানাত ব্যাট করছেন ৬ রানে।

  • 29 Oct 2021 07:51 PM (IST)

    ৩ ওভারে আফগানিস্তান ১৩/২

    ৩ ওভারের মধ্যে ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। আর স্কোরবোর্ডে উঠেছে ১৩ রান

  • 29 Oct 2021 07:34 PM (IST)

    আফগানিস্তানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মহম্মদ শাহজাদ ও হসরতউল্লাহ জাজাই

  • 29 Oct 2021 07:16 PM (IST)

    আফগানিস্তানের প্রথম একাদশ

    আফগানিস্তানের প্রথম একাদশ: মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), হসরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, অসগর আফগান, মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, নবিন উল হক, মুজিব উর রহমান।

  • 29 Oct 2021 07:14 PM (IST)

    পাকিস্তানের প্রথম একাদশ

    পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

  • 29 Oct 2021 07:08 PM (IST)

    টস আপডেট

    টস জিতল আফগানিস্তান।

    টসে জিতে শুরুতে ব্যাটং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের ক্যাপ্টেন মহম্মদ নবি

  • 29 Oct 2021 06:36 PM (IST)

    নজরে পাক সেনসেশন শাহিন শাহ

    আফগানিস্তান বনাম পাকিস্তান দ্বৈরথে বিশেষ নজর থাকবে শাহিন শাহ আফ্রিদির ওপর

  • 29 Oct 2021 06:34 PM (IST)

    দুবাই স্টেডিয়ামে বাবর-নবি লড়াই

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আফগানিস্তান বনাম পাকিস্তানের লড়াই