ICC World Cup 2023: জয়ের হ্যাটট্রিকের খোঁজে শ্রীলঙ্কা, সামনে আফগানরা; এই ম্যাচে হতে পারে যে মাইলস্টোনগুলি…

Afghanistan vs Sri Lanka, ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে এখনও অবধি ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে পয়েন্ট টেবলে আপাতত পাঁচে কুশল মেন্ডিসরা। একইরকম ভাবে ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে সাতে রয়েছেন রশিদ খানরা। জয়ের হ্যাটট্রিকের খোঁজে আফগানদের বিরুদ্ধে আজ নামছে লঙ্কানরা। আফগানরা তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী। ফলে পুনেতে দুই দলই আত্মবিশ্বাস সঙ্গে করে নামবে। এবং চাইবে ২ পয়েন্ট তুলে নিতে।

ICC World Cup 2023: জয়ের হ্যাটট্রিকের খোঁজে শ্রীলঙ্কা, সামনে আফগানরা; এই ম্যাচে হতে পারে যে মাইলস্টোনগুলি...
ICC World Cup 2023: জয়ের হ্যাটট্রিকের খোঁজে শ্রীলঙ্কা, সামনে আফগানরা; এই ম্যাচে হতে পারে যে মাইলস্টোনগুলি...Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2023 | 8:30 AM

পুনে: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka) এবং আফগানিস্তান (Afghanistan)। চলতি বিশ্বকাপে এখনও অবধি ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে পয়েন্ট টেবলে আপাতত পাঁচে কুশল মেন্ডিসরা। একইরকম ভাবে ৫ ম্যাচ খেলে ২টিতে জিতে সাতে রয়েছেন রশিদ খানরা। জয়ের হ্যাটট্রিকের খোঁজে আফগানদের বিরুদ্ধে আজ নামছে লঙ্কানরা। আফগানরা তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী। ফলে পুনেতে দুই দলই আত্মবিশ্বাস সঙ্গে করে নামবে। এবং চাইবে ২ পয়েন্ট তুলে নিতে। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক রেকর্ড গড়তে পারেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পুনেতে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

১. মহেশ থিকশানা – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটার মহেশ থিকশানার প্রয়োজন আর ৩টি উইকেট।

২. সাদিরা সমরবিক্রমা – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সাদিরা সমরবিক্রমার প্রয়োজন আর ৯০ রান।

৩. কুশল মেন্ডিস – শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩৫০০ রানের রেকর্ড থেকে ৫৬ রান দূরে রয়েছেন।

৪. মুজিব উর রহমান – আফগান তারকা মুজিব উর রহমানের ওডিআইতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য চাই আর ৩টি উইকেট।

৫. মহম্মদ নবি – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন গড়ার জন্য মহম্মদ নবির প্রয়োজন আর ২টি ছয়।

৬. হসমতউল্লাহ শাহিদি – আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদির ওডিআইতে ২ হাজার রান পূর্ণ করার জন্য আর প্রয়োজন ৫৭ রান।

৭. চরিথ আসালঙ্কা – ওডিআইতে ১৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার পথে রয়েছেন চরিথ আসালঙ্কা। আর ৭৯ রান করলেই আসালঙ্কার একদিনের ক্রিকেটে ১৫০০ রান পূর্ণ হয়ে যাবে।