Rohit Sharma: হোটেলে পাসপোর্ট ভুলে রোহিত চড়লেন টিম বাসে, তারপর যা হল…

মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের দিনই ভারতে ফিরেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কলম্বো থেকে ভারতে ফেরার জন্য রাতের দিকে বিমান ছিল রোহিত শর্মাদের। তার আগে অবশ্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) যা কাণ্ড ঘটালেন তাতে উঠল হাসির রোল।

Rohit Sharma: হোটেলে পাসপোর্ট ভুলে রোহিত চড়লেন টিম বাসে, তারপর যা হল...

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2023 | 2:22 PM

কলম্বো: শ্রীলঙ্কাকে দুরমুশ করে অষ্টম এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জিতেছে ভারত। মহাদেশীয় টুর্নামেন্ট জয়ের দিনই ভারতে ফিরেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কলম্বো থেকে ভারতে ফেরার জন্য রাতের দিকে বিমান ছিল রোহিত শর্মাদের। তার আগে অবশ্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) যা কাণ্ড ঘটালেন তাতে উঠল হাসির রোল। টিম হোটেলে পাসপোর্ট ভুলে টিম বাসে উঠে পড়েন হিটম্যান। যার ফলে বেশ কিছুক্ষণ ভারতের টিম বাস দাঁড়িয়ে থাকে। এরপর এক সাপোর্ট স্টাফ হোটেলে গিয়ে রোহিতের পাসপোর্ট নিয়ে আসেন। ভারত অধিনায়ক রোহিত শর্মার ভুলে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। মাঠ হোক বা মাঠের বাইরে রোহিতের বিভিন্ন জিনিস ভুলে যাওয়ার ঘটনা অনেক বার ঘটেছে। টিম হোটেলেও অনেক সময় রোহিত তাঁর বিভিন্ন জিনিস ভুলে গিয়েছেন। এ বারও তেমনই এক ঘটনার পুনরাবৃত্তি হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, টিম বাসের মধ্যে ওঠার পর রোহিত শর্মার খেয়াল হয় তিনি পাসপোর্ট ভুলে গিয়েছেন। এর পর এক সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে। হোটেলের রুমে পাসপোর্ট ফেলে আসার মত কাণ্ড ঘটিয়ে লজ্জায় লাল হয়ে যান হিটম্যান।

এই ভাইরাল ভিডিয়োতে একজন কমেন্ট করেছেন, ‘ঋতিকা ভাবি আমন্ড খাওয়াও রোহিত ভাইকে।’

গৌরব কাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, রোহিত শর্মার মতো এত জিনিস ভুলে যেতে তিনি কখনও কাউকে দেখেননি। বিভিন্ন সফরে গিয়ে রোহিত কখনও বিমানে আইপ্যাড, কখনও হোটেলে পাসপোর্ট ভুলে গিয়েছেন অতীতেও।