ICC World Cup 2023: চোটে কাবু ট্রাভিস হেডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা শাপে বর অস্ট্রেলিয়ার!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 20, 2023 | 9:51 PM

Travis Head: প্যাট কামিন্সরা যখন বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন, সেই সময় একজন মন খারাপ করে দেশে ছিলেন। সেই তিনিই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব দেখালেন। কথা হচ্ছে ট্রাভিস হেডকে। কোটি কোটি ভারতবাসীর হৃদয় ভেঙে দিয়েছেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করেছিলেন তিনি। তারপর সুযোগ পেতেই কেল্লাফতে করেন। এ বারের বিশ্বকাপে তাঁর জোড়া সেঞ্চুরিও রয়েছে।

ICC World Cup 2023: চোটে কাবু ট্রাভিস হেডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা শাপে বর অস্ট্রেলিয়ার!
চোটে কাবু ট্রাভিস হেডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা শাপে বর অস্ট্রেলিয়ার!
Image Credit source: PTI

Follow Us

আমেদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতে যখন জোড়া ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া, তখন অনেকেই বলাবলি করেছিল এ কেমন খেলার বহর ৫ বারের বিশ্বজয়ীদের! সবরমতীর পাড়ে যখন রোহিত-বিরাটদের চোখের সামনে থেকে বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে নিলেন প্যাট কামিন্স, তখন আর অন্য কিছু বলার জায়গা থাকল না। চোট থাকার পরও ট্রাভিস হেডকে বিশ্বকাপ স্কোয়াড রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তা নিয়েও অজি টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছিলেন অনেকেই। কিন্তু ট্রাভিস হেড (Travis Head) সেই ভরসার মান রাখলেন। শুধু মান রেখেছেন বললে অনেক কম বলা হয়। বরং বলতেই হয় ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন, দলকে জেতালেন। ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ায় ষষ্ঠ বিশ্বকাপ জয় নিয়ে আলোচনার পাশাপাশি ট্রাভিস হেডকে নিয়েও আলোচনা চলছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগও (Virender Sehwag) রয়েছেন সেই তালিকায়। তাঁর কথায়, চোটে কাবু ট্রাভিস হেডকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা শাপে বর অস্ট্রেলিয়ার! আর কী বললেন বীরু? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্যাট কামিন্সরা যখন বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন, সেই সময় একজন মন খারাপ করে দেশে ছিলেন। সেই তিনিই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব দেখালেন। তিনি ট্রাভিস হেড। কোটি কোটি ভারতবাসীর হৃদয় ভেঙে দিয়েছেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করেছিলেন তিনি। তারপর সুযোগ পেতেই কেল্লাফতে করেন। এ বারের বিশ্বকাপে তাঁর জোড়া সেঞ্চুরিও রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া হেডকে চোট থাকার পরও স্কোয়াডে রেখেছিল বলে, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে জানাই অনেক শুভেচ্ছা। ফাইনালের মঞ্চে ওরা ভালো পারফর্ম করেছে। ট্রাভিস হেড এক কথায় অসাধারণ। ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে সেমিফাইনালেও ম্যাচের সেরা হয়েছিল। বিশ্বকাপ ফাইনালেও দারুণ ভাবে ম্যাচটা শেষ করল। এবং একটা দারুণ ইনিংস উপহার দিল। চোটের কারণে ও টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি। তারপরও ওকে স্কোয়াডে রাখাটা অস্ট্রেলিয়ার দারুণ সিদ্ধান্ত।’

বীরু অজিদের প্রশংসা করার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদেরও পাশে দাঁড়িয়েছেন। লিখেছেন, ‘আমাদের ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছে। বিশ্বকাপে ওরা আমাদের অনেক খুশির, আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি ফাইনালে সফল হল না।’

Next Article