ICC World Cup 2023: সেরা ফিল্ডারের পদক কার, রাহুল নাকি জাডেজার? ভারতের ড্রেসিংরুম চলল বিরাট হইহুল্লোড়

IND vs BAN, ICC World Cup 2023: ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) প্রতি ম্যাচের শেষে দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ম্যাচের সেরা পুরস্কার তুলে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারের হাতে। বাংলাদেশ ম্যাচে সেরা ফিল্ডারের পদক জেতার জোর দাবিদার ছিলেন লোকেশ রাহুল (KL Rahul), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ফলে এই পুরস্কার দিতে যথেষ্ট বেগে পড়তে হয়েছে টি দিলীপকে।

ICC World Cup 2023: সেরা ফিল্ডারের পদক কার, রাহুল নাকি জাডেজার? ভারতের ড্রেসিংরুম চলল বিরাট হইহুল্লোড়
ICC World Cup 2023: সেরা ফিল্ডারের পদক কার, রাহুল নাকি জাডেজার? ভারতের ড্রেসিংরুম চলল বিরাট হইহুল্লোড়

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 20, 2023 | 5:34 PM

পুনে: যে কোনও ম্যাচে ব্যাট-বলে বাজিমাত করার পাশাপাশি ফিল্ডিংও সেরা হওয়া চাই। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও যেন নিজেদের সেরাটা উজাড় করে দেন ক্রিকেটাররা, তার জন্য দারুণ উদ্যোগ নিয়েছে মেন ইন ব্লু। ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) প্রতি ম্যাচের শেষে দলের ফিল্ডিং কোচ টি দিলীপ ম্যাচের সেরা পুরস্কার তুলে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারের হাতে। বাংলাদেশ ম্যাচে সেরা ফিল্ডারের পদক জেতার জোর দাবিদার ছিলেন লোকেশ রাহুল (KL Rahul), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ফলে এই পুরস্কার দিতে যথেষ্ট বেগে পড়তে হয়েছে টি দিলীপকে। শেষ অবধি সেরা ফিল্ডারের পুরস্কার নাম ঘোষণা করতেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম মেতে ওঠে সেলিব্রেশনে। বিরাট হইহুল্লোড় করতে দেখা যায় ভারতের ক্রিকেটারদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বাংলাদেশের বিরুদ্ধে উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে অনবদ্য ক্যাচ নেন। মেহেদি হাসান মিরাজের মারা সেই শট লেগ সাইডে অনেকটা বাইরে ছিল। ফিল্ডিংয়ে চমক এখানেই শেষ নয়। কারণ রবীন্দ্র জাডেজা এক অসাধারণ ক্যাচ নেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই সময় পয়েন্টে ছিলেন জাডেজা। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম জোরালো কাটশট মেরেছিলেন। ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ নেন জাডেজা। দু’জনের ক্যাচই এত ভালো ছিল যে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ পুরস্কার কাকে দেবেন তা ভেবে কুল পাননি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বেস্ট ফিল্ডারের পুরস্কার দেওয়ার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তার শুরুতেই রাহুলকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, আজ আমারই ওটা (ফিল্ডিংয়ের সেরার পদক) পাওয়া উচিত। কিন্তু আমি শেষ ম্যাচেও ওই পদক পেয়েছিলাম। তাই আমার মনে হয় এই ফিল্ডিংয়ের পুরস্কার দেওয়ার বিষয়টা আরও আকর্ষণীয় করার জন্য অন্য কাউকে আজ পদক দেবেন দিলীপ স্যার। আমার মনে হয়, আমার প্রতিযোগী হল জাড্ডু। অবশ্যই ওর ওই দারুণ ক্যাচটার জন্য। কুলদীপও খুব একটা পিছিয়ে নিই। কারণ ও দারুণ ফিল্ডিং করেছে।’

এরপর শুরু হয় সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার পর্ব। ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ এই পুরস্কারের জন্য তিনজনের নাম বলেন, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। সেরা ফিল্ডারের পদকজয়ীর নাম ঘোষণা করার আগে টি দিলীপ সকলকে জায়ান্ট স্ক্রিনের দিকে তাঁকাতে বলেন। সেখানে ভেসে ওঠে রবীন্দ্র জাডেজার ছবি। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ফিল্ডিং কোচের কথায় রাহুল সেরা ফিল্ডারের পদক পরিয়ে দেন জাডেজার গলায়। সোশ্যাল মিডিয়ায় ভারতের ড্রেসিংরুমে এই সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছে।