India vs England: এই ছেলেগুলো চ্যালেঞ্জ নিতে জানে… রেকর্ড জয়ের পর উচ্ছ্বসিত রোহিত

চতুর্থ টেস্টের শেষে রোহিত শর্মা (Rohit Sharma) প্রশংসায় ভরিয়েছেন দলের তরুণ ক্রিকেটারদের। ২০১৩ সাল থেকে দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এই তালিকায় ভারতের ধারে কাছে নেই আর কোনও টিম। বাজ়বল যুগে রোহিত শর্মার নেতৃত্বে প্রথম বার কোনও টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড।

India vs England: এই ছেলেগুলো চ্যালেঞ্জ নিতে জানে... রেকর্ড জয়ের পর উচ্ছ্বসিত রোহিত
India vs England: এই ছেলেগুলো চ্যালেঞ্জ নিতে জানে... রেকর্ড জয়ের পর উচ্ছ্বসিত রোহিতImage Credit source: AFP

Feb 26, 2024 | 4:09 PM

কলকাতা: একঝাঁক তারকাদের ছাড়াই ধোনির শহর মাতাতে নেমেছিল রোহিত শর্মার ভারত। তারুণ্যের উপর ভরসা রেখেছিল হিটম্যান ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার মান রেখেছেন দলের তরুণ ক্রিকেটাররা। চতুর্থ টেস্টের শেষে রোহিত শর্মা (Rohit Sharma) প্রশংসায় ভরিয়েছেন দলের তরুণ ক্রিকেটারদের। ২০১৩ সাল থেকে দেশের মাটিতে টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এই তালিকায় ভারতের ধারে কাছে নেই আর কোনও টিম। বাজ়বল যুগে রোহিত শর্মার নেতৃত্বে প্রথম বার কোনও টেস্ট সিরিজ হারল ইংল্যান্ড। রাঁচি টেস্টের পর কী বললেন রোহিত শর্মা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

৫ উইকেটে চতুর্থ টেস্ট জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই সিরিজটায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দলের ছেলেদের উপর গর্ব হচ্ছে। ওরা যা অর্জন করতে চেয়েছিল, সেটা করতে পেরেছে। প্রত্যেক টেস্ট ম্যাচে আমাদের সামনে আলাদা আলাদা চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জগুলো উতরোতে পেরেছি।’

তরুণ ক্রিকেটাররা কেন এই সিরিজে অপরিহার্য, তা প্রমাণ করেছেন। রোহিতের কথায়, ‘ওরা কেন এই জায়গায় রয়েছে তা প্রমাণ করেছে। ওরা অতীতে যে পরিশ্রম করেছে, তার ফল পেয়েছে। ঘরোয়া ক্রিকেটে, স্থানীয় ক্রিকেটে ভালো পারফর্ম করার পর এখানে পৌঁছেছে ওরা। স্বাভাবিকভাবেই টেস্টে খেলার একটা চ্যালেঞ্জ আলাদা। আমরা সকলেই সেটা জানি। এই ছেলেগুলোকে দেখলে, ওদের সঙ্গে কথা বললে যা উত্তর পাই তাতে ওদের ইতিবাচক মনোভাব বুঝতে পারি। তাই আমার ও রাহুল ভাইয়ের কাজ ওদের এমন একটা পরিবেশ দেওয়া যেখানে ওরা নিজেদের মতো মন খুলে খেলতে পারে।’

রাঁচি টেস্টের সেরার পুরস্কার পাওয়া ধ্রুব জুরেলের কথা আলাদা করে উল্লেখ করেছেন রোহিত। তিনি বলেন, ‘ধ্রুব জুরেলকে দ্বিতীয় ইনিংসে অনেকটা গোছানো দেখিয়েছে। একইসঙ্গে ওর শটগুলোও ছিল দেখার মতো। প্রথম ইনিংসে ওর ৯০ রান ইংল্যান্ডের মোট রানের কাছাকাছি নিয়ে এসেছিল। দ্বিতীয় ইনিংসে ওকে অনেকটা শান্ত ও পরিণত দেখিয়েছে। দলের মূল প্লেয়ারদের না পাওয়াটা কখনও ভালো নয়। তরুণ ক্রিকেটাররা যে ভাবে ওদের অভাব ঢাকছে, সেটাই প্রশংসা করার মতো।’

বাজ়বল থিওরি কি ভারতের মাটিতে জয়ের রাস্তা খুঁজে দেবে? হায়দরাবাদে প্রথম টেস্টে জয়ের পর স্টোকসের টিম যেন সপ্তম স্বর্গে উঠে গিয়েছিল। সেখান মহাপতন হল। টানা তিনটে টেস্ট হারল ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতে ৩-১ সিরিজও জিতে নিল ভারত। রোহিতের টিমের এই জয় তারুণ্যের জন্য। যশস্বী, ধ্রুব, শুভমনরা টিমকে টানলেন। ধরমশালা টেস্ট এখন স্রেফ নিয়মরক্ষার।