Prithvi Shaw : পৃথ্বীর জায়গা নিচ্ছেন ভারতের এই ব্যাটার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 07, 2023 | 10:39 PM

Northamptonshire County Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে চেন্নাইতে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সীমিত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক।

Prithvi Shaw : পৃথ্বীর জায়গা নিচ্ছেন ভারতের এই ব্যাটার!
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: জাতীয় দলে ব্রাত্য। আইপিএলের ১৬তম সংস্করণেও নজর কাড়তে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছিলেন পৃথ্বী শ। যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব নর্দ্যাম্পটনশায়ারে। অনবদ্য কিছু ইনিংস খেলেন। এর মধ্যে রয়েছে একটি ডাবল সেঞ্চুরির ইনিংসও। লিস্ট এ কেরিয়ারে পৃথ্বীর দ্বিতীয় ডাবল। সেই লড়াইও দীর্ঘস্থায়ী হয়নি। চোটে কাউন্টি ক্রিকেট থেকেও ছিটকে গিয়েছেন। একই ক্লাবে যাচ্ছেন ভারতের আর এক ব্যাটার। পৃথ্বীর জায়গাই নিচ্ছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটে অন্যতম পরিচিত নাম করুণ নায়ার। যদিও জাতীয় দলে তাঁর কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। অথচ অনন্য রেকর্ড রয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে করুণ নায়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ সালে চেন্নাইতে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন সীমিত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক। এ বার নর্দ্যাম্পটনশায়ারে যোগ দিতে চলেছেন। অস্ট্রেলিয়ার স্যাম হোয়াইটম্যানের জায়গায় করুণ নায়ারকে সই করানোর কথা। ক্লাবের তরফে সরকারি ঘোষণার অপেক্ষা।

পৃথ্বী শহ চোটে ছিটকে গেলেও তাঁর ওপর ভরসা রাখছে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব। আগামী মরসুমেও পৃথ্বী খেলবেন, এমনটাই ঘোষণা করেছে নর্দ্যাম্পটনশায়ার। পৃথ্বীর জায়গায় নেওয়া হচ্ছে না করুণ নায়ারকে। পৃথ্বীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ক্লাবে যাচ্ছেন। প্রত্যাশার বাড়তি চাপ থাকবে। বিশেষ করে, পৃথ্বী হাতে গোনা ম্যাচেই যে কামাল করেছেন, একই রকমের চাহিদা থাকবে করুণ নায়ারকে ঘিরেও। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে করুণ নায়ার বলেন, ‘জেনে ভালো লাগছে, আমার সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি কাউন্টি ক্রিকেটে ভালো পারফর্ম করার চেষ্টা করব। জাতীয় দলে ফেরা, আমার হাতে নেই।’

Next Article