নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হওয়ার আগে হঠাৎই করোনা আতঙ্ক। ৩০ অগস্ট এশিয়া কাপের বল মাঠে গড়াবে। আয়োজক পাকিস্তান টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবে নেপালের বিরুদ্ধে। এশিয়া সেরা হওয়ার দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে শ্রীলঙ্কা। যদিও তার আগে চাপে দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা শিবিরে হঠাৎই পড়েছে করোনার কোপ। জানা গিয়েছে, COVID 19 এ আক্রান্ত হয়েছেন ২ শ্রীলঙ্কান ক্রিকেটার। যদিও এখনও অবধি লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। করোনার কবলে শ্রীলঙ্কার কোন ক্রিকেটাররা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার অভিক্ষা ফের্নান্দো এবং উইকেট কিপার ব্যাটার কুশল পেরেরা। আর ঠিক ৪দিন পর শুরু হবে এশিয়া কাপ। দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক হয়েছে সিনিয়র তারকা ক্রিকেটার কুশল পেরেরার। কিন্তু এশিয়া কাপের আগে হঠাৎ করে তিনি করোনা আক্রান্ত হওয়ায় চাপ বাড়ল শ্রীলঙ্কার।
পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী হবে এ বারের এশিয়া কাপ। বেশিরভাগ ম্যাচ তাই রাখা হয়েছে শ্রীলঙ্কাতে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হঠাৎ যে ভাবে থাবা বসাল করোনা, তাতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। যদিও সেই সম্ভবনা খুবই কম। কারণ এশিয়া কাপের পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হবে। তাই খুব বেশি সময় না থাকায় হয়তো নির্ধারিত সূচি অনুযায়ী হবে এশিয়া কাপ।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিক্ষা ফের্নান্দো। সে বার শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে ওডিআই সিরিজের আগে এই ঘটনা ঘটেছিল। এরপর তিনি বুস্টার ডোজও নিয়েছিলেন। অন্যদিকে ২০২১ সালের অগস্টে কুশল পেরেরাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা।