পাল্লেকেলে: রাত পোহালেই পুজো শুরু… শুনলে মনটা কেমন আনন্দে মেতে ওঠে সকলের। তেমনই এ বার বলা যেতে পারে রাত পোহালেই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ। ক্যান্ডিতে শনি-বিকেলে মুখোমুখি রোহিত শর্মার মেন ইন ব্লু আর বাবর আজমের গ্রিন আর্মি। ভারত-পাক (India vs Pakistan) মেগা ম্যাচের আগে আর হুংকার নয়, এ বার বরং সাবধানী পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। বিরাট কোহলি (Virat Kohli) যে বিশ্বমানের ব্যাটার, এবং তাঁর জন্য সব সময় বিশেষ পরিকল্পনা প্রয়োজন তা মেনে নিয়েছেন শাদাব খান (Shadab Khan)। কোহলিকে নিয়ে ঠিক কী বললেন পাক তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে শাদাব খান বলেছেন, ‘বিরাট কোহলি নিঃসন্দেহে বিশ্বমানের ক্রিকেটার। ওর বিরুদ্ধে মোকাবিলা করার জন্য অনেক পরিকল্পনা করতে হয়।’ শাদাবের এই কথা থেকেই পরিষ্কার, পাক শিবিরে কোহলিকে আটকানোর ছক কষা শুরু হয়ে গিয়েছে। এ বার শুধু ভারত-পাক ম্যাচের অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের বোলাররা।
২০২২ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল ভারত। সেই ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস এসেছিল বিরাট কোহলির ব্যাটে। সেই ইনিংসের কথা ভোলেননি শাদব খান। বলেন, ‘বিরাট কোহলি যে ধরণের ব্যাটার এবং আমাদের বিরুদ্ধে যে ভাবে পারফর্ম করেছেন, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচেও তিনি যে ভাবে ব্যাট করেছেন, তাতে আমার মনে হয় না বিশ্বের আর কোনও ব্যাটার এমনটা করতে পারবেন। আমাদের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে এই ধরণের ইনিংস খেলতে পারেন একমাত্র বিরাট কোহলিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি যে কোনও সময় এমন ইনিংস খেলতে পারেন।’
ভারত-পাক ম্যাচের আগে বিরাট কোহলি পাক বোলারদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন। তাঁর মতে, পাক টিমের অন্যতম শক্তি তাদের বোলিং বিভাগ। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচের মোড় বদলানোর ক্ষমতা রাখেন তাঁরা। যদিও বিরাট জানাতে ভোলেননি কী ভাবে তাঁদের বিরুদ্ধে ব্যাট করার জন্য তিনি তৈরি। এ বার দেখার এশিয়া কাপে পাক-বধ করে যাত্রা শুরু করতে পারে কিনা টিম ইন্ডিয়া।