
এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রানের রেকর্ড কার দখলে, তালিকার কত নম্বরে বিরাট-রোহিত?Image Credit source: Twitter
নয়াদিল্লি: আর ঠিক ৯ দিন পর শুরু হবে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2023)। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে ফেরা যাক অতীতে। এর আগে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে ১৫ বার। ২০১৬ ও২০২২ এই দুটি সংস্করণ টি-২০ ফর্ম্যাটে হয়েছিল। এ ছাড়া বাকি ১৩ বার ওডিআই ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। কিন্তু এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় শীর্ষে নেই ভারতের (India) কোনও ক্রিকেটার। প্রথম ১০ এ রয়েছেন ৪জন ভারতীয় ক্রিকেটার। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রান করা ১০ ক্রিকেটার কারা।
অতীতে যে ১৫ বার এশিয়া কাপ হয়েছে তাতে ৭ বার জিতেছে ভারত, ৬ বার জিতেছে শ্রীলঙ্কা এবং ২ বার জিতেছে পাকিস্তান। এ বার দেখার বিশ্বকাপের আগে এশিয়া সেরা হয় কোন দল। তার আগে জেনে নিন এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ১০ ক্রিকেটার —
- এই তালিকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্য। তিনি এশিয়া কাপে ২৫টি ম্যাচ খেলে ১২২০ রান করেছেন।
- দ্বিতীয় স্থানেও রয়েছেন আর এক শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারা। তিনি এশিয়া কাপে ২৪টি ম্যাচ খেলে ১০৭৫ রান করেছেন।
- এই তালিকার ৩ নম্বরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি এশিয়া কাপে ২৩টি ম্যাচ খেলে করেছেন ৯৭১ রান।
- চার নম্বরে রয়েছেন পাক কিংবদন্তি শোয়েব মালিক। তিনি এশিয়া কাপে ২১টি ম্যাচ খেলে ৯০৭ রান করেছেন।
- এশিয়া কাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি এশিয়া কাপে ২৭টি ম্যাচ খেলে করেছেন ৮৮৩ রান।
- এই তালিকায় ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ১৬টি ম্যাচ খেলে বিরাট কোহলি করেছেন ৭৬৬ রান।
- তালিকায় সাত নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুন রণতুঙ্গা। তিনি এশিয়া কাপে ১৯টি ম্যাচ খেলে করেছিলেন ৭৪১ রান।
- আট নম্বরে রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি এশিয়া কাপে ২৬টি ম্যাচ খেলে করেছেন ৭৩৯ রান।
- এই তালিকায় নয় নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি এশিয়া কাপে ২৪টি ম্যাচ খেলে করেছেন ৬৯০ রান।
- ১০ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। তিনি এশিয়া কাপে ২৮টি ম্যাচ খেলে করেছেন ৬৭৪ রান।