বেঙ্গালুরু: এশিয়া কাপের (Asia Cup 2023) আগে বিরাট-রোহিতদের জন্য বেঙ্গালুরুর ঠিক কিছুটা দূরে আলুরে এক প্রস্তুতি শিবির চলছে। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে ভারতের প্রস্তুতি শিবিরের ঝলক তুলে ধরা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, আজ, ২৫ অগস্ট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আয়োজিত শিবিরে সকাল ১০টার দিকে ওয়ার্ম আপ করা শুরু করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মোট ৬ ঘণ্টা অনুশীলন করেন রোহিত-বিরাট-শ্রেয়সরা। আর কী কী হল ভারতীয় টিমের (Team India) প্রথম দিনের অনুশীলনে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২৯ সেপ্টেম্বর অবধি এই প্রস্তুতি শিবির চলবে। লোকেশ রাহুলকে এই প্রস্তুতি শিবিরে বেশ উজ্জ্বল দেখিয়েছে। যদিও এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হওয়ার দিন নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, অল্প চোট থাকার কারণে সম্ভবত প্রথম ম্যাচে কেএল রাহুলকে খেলতে দেখা যাবে না।
KL Rahul and Shreyas Iyer in the practice session. pic.twitter.com/yiGQ6VRdHO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 25, 2023
সম্প্রচারকারী চ্যানেল মারফত জানা গিয়েছে, ২৫ অগস্ট সকাল থেকে এনসিএ ট্রেনারের তত্ত্বাবধানে লোকেশ রাহুল অনুশীলন করেছেন। অনুশীলন সেশনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন রাহুল। KSCA এর মাঠে প্রায় ১ ঘণ্টা ব্যাটিং করেছেন লোকেশ। ফলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ অগস্ট রাহুলকে মাঠে নামতে দেখলে অবাক হওয়ার থাকবে না।