নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2023) শক্তিশালী ভারতীয় টিম দেখার অপেক্ষায় টিম ইন্ডিয়ার সমর্থকরা। একে একে জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের টিমে কামব্যাক হয়েছে। প্রায় ১ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ২২ গজে চেনা ছন্দে বুমরাকে দেখে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা উচ্ছ্বসিত। এশিয়া কাপের আগে জসপ্রীত বুমরা নিজের চেনা ছন্দ ফিরে পেয়েছেন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে বুম বুম বুমরার দারুণ কামব্যাক হয়েছে। ভারতের জোরে বোলারের এই কামব্যাক দেখে খুশি প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সও (AB de Villiers)। এশিয়া কাপের আগে বুমরাকে নিয়ে কী বলেছেন এবিডি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আয়ার্ল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ২-০ ব্যবধানে ওই টি-২০ সিরিজ জিতেছে মেন ইন ব্লু। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা। নিজের ইউটিউব চ্যানেলে এবিডি সম্প্রতি বুমরার ফর্ম নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘চোট সারিয়ে ফিরে এসেই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরার পুরস্কার পেল জসপ্রীত বুমরা। তা থেকেই প্রমাণিত হত ও কতটা প্রতিভাবান। আমি ওর পারফরম্যান্স দেখে কখনও অবাক হইনি। বরং ওকে এমন পারফর্ম করতে দেখে ভালো লেগেছে।’
একদিকে বুমরার কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত এবিডি। অন্যদিকে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের জায়গা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এবিডি। তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল যে এশিয়া কাপের দলে নেই, এই সিদ্ধান্তটা আমার কাছেও হতাশাজনক। আমি মনে করি যুজির লেগ-স্পিন সব সময় দলের কাজে লাগবে। আমরা জানি ও কতটা স্মার্ট বোলিং করে। এবং ও কতটা দক্ষ। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে কিছু আর করার নেই।’
উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হবে ৩০ অগস্ট। ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাবর আজমের পাকিস্তান। ওই ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।