Hardik Pandya: ‘ব্যাটার নয়, অলরাউন্ডার হার্দিককে চাই বিশ্বকাপে’, বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 21, 2023 | 5:09 PM

Cricket World Cup 2023: চলতি বছরের ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আইসিসির এই মেগা ইভেন্টে ভারতের সফর শুরু হবে ৮ অক্টোবর।

Hardik Pandya: ব্যাটার নয়, অলরাউন্ডার হার্দিককে চাই বিশ্বকাপে, বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
'ব্যাটার নয়, অলরাউন্ডার হার্দিককে চাই বিশ্বকাপে', বলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: দীর্ঘ ১২ বছরের বিশ্বকাপ জয়ের খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার ভারত? এ বারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। ৫ অক্টোবর বিশ্বকাপের (Cricket World Cup 2023) বল মাঠে গড়াবে। আইসিসির এই মেগা ইভেন্টে ভারতের সফর শুরু হবে ৮ অক্টোবর। এক গুচ্ছ হিসেব নিকেশ করে ওডিআই বিশ্বকাপের দল বাছবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছিল, আসন্ন এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি করা হবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে হার্দিককে টেক্কা দিয়ে এশিয়া কাপে (Asia Cup) ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পথে জসপ্রীত বুমরা। এই পরিস্থিতিতে ওডিআই বিশ্বকাপে যে রোহিতের ডেপুটির দায়িত্ব পাবেন হার্দিক, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এরই মাঝে হার্দিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত এক প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর মতে বিশ্বমঞ্চে সাফল্য পেতে হলে ব্যাটার নয় অলরাউন্ডার হার্দিককে প্রয়োজন ভারতের। কে বললেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বর্তমানে ভারতীয় টিম আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত। হার্দিক পান্ডিয়াকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক কয়েকদিন আগে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। এই সিরিজে হার্দিকের পারফর্ম্যান্স নজরকাড়া ছিল না। যে ম্যাচ হেরে সিরিজ হারে ভারত তাতে হার্দিকের ইকোনমি রেট ছিল ১০.৭০। তিনি ৩২ রান দিয়ে কোনও উইকেট পাননি। যা নিয়ে কম আলোচনা হয়নি।

এরই মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। বিশ্বকাপে ওকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। কারণ ওকে শুধু ব্যাটার হিসেবে নয়, অল-রাউন্ডার হিসেবে দলের প্রয়োজন। ভারত যে বার ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল তখন সুরেশ রায়না এবং যুবরাজ সিংয়ের মতো পুরোপুরি ব্যাটাররাও বল করেছিল। তাই হার্দিকের বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ।’

 

 

 

 

Next Article