নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে (India vs Australia ODI Series 2023) তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ বিশ্বকাপের (ICC World Cup) আগে প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে। ভারতের মাটিতে টিমের অনেকেই খেলতে অভ্যস্ত। কিন্তু পিচ, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ থাকছে অজিদের কাছে। সেই সুযোগ পূর্ণ ভাবে নিতে চাইছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এই সিরিজে যেমন ভারতের দিকে চোখ থাকবে, তেমনই অজি টিমের গভীরতা কেমন, বোঝা যাবে। কবজির চোট সারিয়ে টিমে ফিরেছেন স্টিভ স্মিথের (Steve Smith) মতো প্রথম সারির ক্রিকেটার। কতটা ফিট তিনি? ওয়ান ডে সিরিজ নিয়ে কী ভাবছেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।
লর্ডসে অ্যাসেজ সিরিজ খেলার সময় বাঁ হাতের কবজিতে চোট পেয়েছিলেন। তা নিয়েই ম্যাচ জেতানো ১১০ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। ওয়ান ডে টিমে ফেরার আগে নেটে প্যাট কামিন্সের মতো বোলারকে সামলেছেন। যা খানিকটা হলেও আত্মবিশ্বাসী করছে স্মিথকে। ৩৪ বছরের ক্রিকেটার বলছেন, ‘কামিন্সকে নেটে খেলেছি খানিকটা। ওর বিরুদ্ধে খেলার সময় সমস্যা হয়নি। সেই সঙ্গে স্পিনের বিরুদ্ধেও খেলেছি যথেষ্ট। ভালোই লাগছে। প্রচুর দৌড়েছি। এটা আমার বেশ ভালো লাগে। তবে সামান্য ইঞ্জেকশনও নিতে হয়েছে।’
চোট-আঘাত অজি টিমে কম নেই। স্মিথ যেমন চোট থেকে উঠে এসেছেন, তেমনই চোট সারিয়ে ফিরেছেন কামিন্সও। এই অস্ট্রেলিয়া উপমহাদেশের মাটিতে বিশ্বকাপের চ্যালেঞ্জ নেওয়ার জন্য কতটা তৈরি, দেখার জন্য মুখিয়ে রয়েছে সমর্থকরা। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য অজিদের। সেই আগ্রাসনই কি দেখা যাবে? স্মিথ বলে দিচ্ছেন, ‘ইঞ্জেকশন নেওয়া শুরু করার কয়েক দিন পরই ঠিকঠাক লাগছিল। তবে ক্যাচিংয়ের সময় একটু সতর্ক ছিলাম। ধীরে ধীরে ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে। আমি মাঠে নামার জন্য তৈরি।’
কামিন্স কী অবস্থায় রয়েছেন? স্মিথ কিন্তু চিন্তায় নেই। তাঁর কথায়, ‘ও এই মুহূর্তে একটু ধীরে এগোচ্ছে। ট্রায়াল রানের মধ্যে দিয়ে যাচ্ছে বলা যায়। তবে আমি নিশ্চিত, প্রথম ম্যাচে ওকে দেখে খারাপ লাগবে না।’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অন্য আকর্ষণও থাকছে। অক্ষর প্যাটেল বিশ্বকাপের ঠিক আগে চোটের কবলে পড়েছেন। তাঁর বদলি হিসেবে রবিচন্দ্রন অশ্বিন কিংবা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে টিমে। এ নিয়ে বিতর্ক কম নেই। তা থাকলেও অশ্বিন-সুন্দরের ট্রায়াল এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয়।