নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাবর আজমদের জন্য নয়া কেন্দ্রীয় চুক্তি আনা হল। গত কয়েক মাস ধরে পিসিবির সঙ্গে বেতন বাড়ানো নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের ঝামেলা চলছিল। অবশেষে তার ইতি হল। নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাবর-শাহিনদের দাবি মেনেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পিসিবি (PCB) অনেকটাই বেতন বাড়িয়েছে বাবরদের। যেমন পাক নেতা বাবর আজমের বেতন বেড়েছে ২০০ শতাংশ। আর কোন পাক ক্রিকেটারের কত বেতন বাড়ল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি বছরের ৩০ জুন বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছিল। তারপর থেকে বিনা চুক্তিতে খেলছিলেন পাকিস্তান টিমের ক্রিকেটাররা। এ বার পিসিবির পক্ষ থেকে পাক ক্রিকেটারদের জন্য তিন বছরের নয়া কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে। তাতে সন্তুষ্ট হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাক ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৫ জন ক্রিকেটারকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। আইসিসি থেকে যে রেভিনিউ পাকিস্তান পায়, সেখান থেকেই ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে।’ পিসিবির পক্ষ থেকে পাক ক্রিকেটারদের শুধুমাত্র মাসিক বেতনই নয়, তাঁদের ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে।
পাক ক্রিকেটারদের চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তাতে ক্যাটেগরি এ-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ২০২ শতাংশ। ক্যাটেগরি বি-র ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৪৪ শতাংশ। এ ছাড়া ক্যাটেগরি সি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৩৫ শতাংশ এবং ক্যাটেগরি ডি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১২৭ শতাংশ।