Pakistan Cricket: বিশ্বকাপের যুদ্ধ শুরুর আগে পকেট ভরল বাবর-শাহিনদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 5:24 PM

Cricket World Cup 2023: বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। ২০১৬ সালে শেষ বার ভারতে এসেছিল পাকিস্তান টিম। ৭ বছর পর আবার ভারতে ক্রিকেট খেলতে এল পাক টিম। বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে সুখবর। কারণ, পিসিবি সকল পাক ক্রিকেটারের বেতন বাড়িয়েছে।

Pakistan Cricket: বিশ্বকাপের যুদ্ধ শুরুর আগে পকেট ভরল বাবর-শাহিনদের
Pakistan Cricket: বিশ্বকাপের যুদ্ধ শুরুর আগে পকেট ভরল বাবর-শাহিনদের

Follow Us

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাবর আজমদের জন্য নয়া কেন্দ্রীয় চুক্তি আনা হল। গত কয়েক মাস ধরে পিসিবির সঙ্গে বেতন বাড়ানো নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের ঝামেলা চলছিল। অবশেষে তার ইতি হল। নতুন কেন্দ্রীয় চুক্তিতে বাবর-শাহিনদের দাবি মেনেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পিসিবি (PCB) অনেকটাই বেতন বাড়িয়েছে বাবরদের। যেমন পাক নেতা বাবর আজমের বেতন বেড়েছে ২০০ শতাংশ। আর কোন পাক ক্রিকেটারের কত বেতন বাড়ল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চলতি বছরের ৩০ জুন বাবর আজমদের কেন্দ্রীয় চুক্তি শেষ হয়েছিল। তারপর থেকে বিনা চুক্তিতে খেলছিলেন পাকিস্তান টিমের ক্রিকেটাররা। এ বার পিসিবির পক্ষ থেকে পাক ক্রিকেটারদের জন্য তিন বছরের নয়া কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে। তাতে সন্তুষ্ট হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

পাক ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৫ জন ক্রিকেটারকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। আইসিসি থেকে যে রেভিনিউ পাকিস্তান পায়, সেখান থেকেই ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে।’ পিসিবির পক্ষ থেকে পাক ক্রিকেটারদের শুধুমাত্র মাসিক বেতনই নয়, তাঁদের ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে।

পাক ক্রিকেটারদের চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তাতে ক্যাটেগরি এ-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ২০২ শতাংশ। ক্যাটেগরি বি-র ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৪৪ শতাংশ। এ ছাড়া ক্যাটেগরি সি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৩৫ শতাংশ এবং ক্যাটেগরি ডি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১২৭ শতাংশ।

  • ক্যাটেগরি এ-তে রয়েছেন – বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি।
  • ক্যাটেগরি বি-তে রয়েছেন – ফখর জমান, হ্যারিস রউফ, ইমাম উল হক, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ ও শাদাব খান।
  • ক্যাটেগরি সি-তে রয়েছেন – ইমাদ ওয়াসিম ও আবদুল্লা শফিক।
  • ক্যাটেগরি ডি-তে রয়েছেন – ফাহিম আশরফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইহশানুল্লা, মহম্মদ হ্যারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাইম আয়ুব, সলমন আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, উসামা মির ও জামান খান।
Next Article
Basheer Chacha: হায়দরাবাদে পাকিস্তানের পতাকা উড়িয়ে আটক বাবরদের ‘বশির চাচা’
Pakistan Cricket: হায়দরাবাদি বিরিয়ানি, ভেড়ার মাংসের চপ, গ্রিলড ফিস… বাবরদের প্লেটে রোজ লোভনীয় খাবার!