লন্ডন: ভারতকে বাইশ গজে সামলানোর জন্য কী করা উচিত? বিশ্ব টেস্ট ফাইনালের আগে নীলনকশা বানানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়ান টিম। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের দ্রুত ফেরাতে না পারলে রোহিত শর্মার টিমকে টেস্ট ফাইনালে (WTC Final) চাপে ফেলা যাবে না, ভালো জানেন অজি থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু প্রতিপক্ষ নিয়ে ভাবনা দূরের ব্যাপার, টিমের অন্দরে তুমুল ঝামেলায় রীতিমতো জেরবার স্টিভ স্মিথরা। আর কেউ নন, ডেভিড ওয়ার্নার (David Warner) এমন কিছু অপ্রিয় প্রসঙ্গ তুলে এনেছেন, যা অস্বস্তিতে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে (Australia Cricket Board)। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিমের সিনিয়র ক্রিকেটার যে চরম অখুশি, সন্দেহ নেই। ওয়ার্নারের এই খুল্লামখুল্লা সমালোচনা টিমে প্রভাব ফেলতে পারে, এমনও মনে করছেন কেউ কেউ। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়ার্নারের ক্ষোভের অন্যতম কারণ হল তাঁর উপর বোর্ডের ক্যাপ্টেন্সি ব্যান। বল বিকৃতি বিতর্কের জেরে ২০১৮ সালে তাঁর নেতৃত্বে অজীবন ব্যান জারি করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু পরে বোর্ডের কোড অফ কনডাক্টে কিছু বদল আনা হয়েছিল। তখন ওয়ার্নার তাঁর নেতৃত্বের উপর থেকে নির্বাসন তোলার আবেদন করেছিলেন। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। এখনও ওই ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বোর্ডের তরফে। যা মেনে নিতে পারছেন না ওয়ার্নার। তাতেই চরম চটেছেন তিনি। ওয়ার্নারের ক্ষোভ মেটানোর পরিবর্তে বোর্ডের নীরব কেন, এ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে।
বিশ্ব টেস্ট ফাইনালের আগে ওয়ার্নার দেশিয় এক কাগজে সাক্ষাৎকারে বলেছেন, ‘এই পুরো ঘটনার জেরে আমি নিজের খেলার উপর ফোকাসই করতে পারছি না। এর আগে টেস্ট ম্যাচের সময় আমি খেলব কী, উকিলের সঙ্গে ক্রমাগত কথা বলে যেতে হয়েছে। তাতে যে আমি ক্রিকেটে মনোযোগ দিতে পারিনি, তা তো বসাই জানে। বোর্ডের এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। এতে আমার হতাশা বেড়ে গিয়েছে অনেকখানি। কিন্তু আমার কথা কেউই শোনেনি।’
গত বছর নভেম্বরে বোর্ডের কাছে ক্যাপ্টেন্সি ব্যান তুলে নেওয়ার জন্য আবেদন করেছিলেন ওয়ার্নার। সাত মাস কেটে গেলেও তার নিষ্পত্তি হয়নি। ওয়ার্নার মন্তব্য, ‘বোর্ডের লক্ষ্যই ছিল আমাকে অপমান করা। আমি চেয়েছিলাম, আমার আবেদন প্যানেলের সদস্যরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিক। কিন্তু ওরা সেটা প্রকাশ্যে এনে ফেলেছিল। যেটা মোটেও ঠিক হয়নি।’
ওয়ার্নারের সাক্ষাৎকারের পর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যে নড়েচড়ে বসেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু বিশ্ব টেস্ট ফাইনালের আগে তা কতটা ফলপ্রসু হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া টিম যদি পারফর্ম করতে না পারে, চরম সমালোচনার মুখে পড়বে বোর্ড।