ICC ODI World Cup 2023: সেমিফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডেভন কনওয়ে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 13, 2023 | 3:19 PM

Devon Conway: অভিষেকেই জাত চিনিয়েছেন তরুণ কিউয়ি ব্য়াটার রাচিন রবীন্দ্র। শুরু থেকেই একের পর এক দুরন্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেমিফাইনালেও ব্ল্যাক ক্য়াপসদের অন্যতম ভরসা রাচিন। এই তরুণ ব্যাটারের প্রশংসা করতেও ভোলেননি কনওয়ে। রাচিনের প্রশংসা করে বললেন, "এ বারের বিশ্বকাপে এক কথায় অনবদ্য রাচিন। আমরা সবাই জানি ও কতটা ভালো খেলে!দলকে শুরু থেকে ভরসা জুগিয়ে আসছে ও। লোকজনের খুব পছন্দের রাচিন। ওর পারফরম্যান্স দেখে সত্যিই গর্ব হয়।"

ICC ODI World Cup 2023: সেমিফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডেভন কনওয়ে
ডেভন কনওয়ে

Follow Us

মুম্বই: লিগ পর্বকে বিদায় জানিয়ে নকআউটে পা দিয়েছে তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এ বার পালা সেমিফাইনালের। ১৫ নভেম্বর ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্য়ান্ড। সেমিফাইনালে বিরুদ্ধে নিউজিল্যান্ড, একটা আশঙ্কা কিন্তু রয়েছেই ভারতের জন্য। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে শেষ হয় ভারতের বিশ্বকাপের স্বপ্ন। এ বার ফের সেমিফাইনালে নিউজিল্য়ান্ড। অতীতের বদলা নিতে ব্লু প্রিন্ট তৈরি করছে ভারতীয় শিবির। একইভাবে শেষ মুহর্তের প্রস্তুতি চলছে কিউয়ি ডেরাতেও। এই আবহে, সেমিফাইনাল নিয়ে কী বলছেন কিউয়ি তারকা ডেভন কনওয়ে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সেমিফাইনালে ভারতকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে কিউয়িরা। সেমিফাইালের আগে ডেভন কনওয়ে তাই বলছেন, “ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। শক্তিশালী দল ভারতের। তবে আমরাও সব রকম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। আয়োজক দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার একটা আলাদা বিশেষত রয়েছে। তেমনই বাধাও থাকবে। তবে আমরা সবরকম লড়াইয়ের জন্য তৈরি।” মুম্বইয়ের দিওয়ালিও উপভোগ করছে দল,জানান কনওয়ে। দলের পারফরম্যান্সেও খুশি তিনি। দলের এই পারফরম্যান্সের জন্য সকলের অবদান রয়েছে বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, “আমরা গোটা গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলেছি়। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত উপভোগও করেছি।”

অভিষেকেই জাত চিনিয়েছেন তরুণ কিউয়ি ব্য়াটার রাচিন রবীন্দ্র। শুরু থেকেই একের পর এক দুরন্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেমিফাইনালেও ব্ল্যাক ক্য়াপসদের অন্যতম ভরসা রাচিন। এই তরুণ ব্যাটারের প্রশংসা করতেও ভোলেননি কনওয়ে। রাচিনের প্রশংসা করে বললেন, “এ বারের বিশ্বকাপে এক কথায় অনবদ্য রাচিন। আমরা সবাই জানি ও কতটা ভালো খেলে!দলকে শুরু থেকে ভরসা জুগিয়ে আসছে ও। লোকজনের খুব পছন্দের রাচিন। ওর পারফরম্যান্স দেখে সত্যিই গর্ব হয়।”

Next Article