নয়াদিল্লি: লড়াইয়ের অন্যতম সেরা উদাহরণ যুবরাজ সিং। ২২ গজের লড়াই হোক বা জীবনযুদ্ধের… ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং সকলের কাছেই প্রেরণা। সেই তিনিই এ বার অসুস্থ শুভমন গিলকে প্রেরণা জোগাচ্ছেন। শোনা গিয়েছিল, ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। তার ফলে এ বারের ওডিআই বিশ্বকাপে এখনও একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। শুভমন গিলের সিনিয়র বিশ্বকাপে ডেবিউ এখনও হয়নি। এ বারের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত ইতিমধ্যে ২টি ম্যাচ খেলেছে। প্রথমে অস্ট্রেলিয়া ও তারপর আফগানিস্তানকে হারিয়েছে মেন ইন ব্লু। এই দু’টি ম্যাচের একটিতেও খেলতে দেখা যায়নি ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি থেকে সুস্থ হয়ে মাঠে গিল কবে ফিরবেন এই নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। অবশ্য বৃহস্পতিবারই আমেদাবাদের নেটে গা ঘামাতে দেখা গিয়েছিল শুভমনকে। তিনি পাক ম্যাচ খেলবেন কিনা তা অবশ্য নিশ্চিত নয়। এরই মাঝে যুবি শোনালেন কীভাবে তিনি গিলকে অনুপ্রাণিত করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দিন দুয়েক আগে শোনা গিয়েছিল, শুভমনের প্লেটলেট কমে যাওয়ার কারণে তাঁকে এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরবর্তীতে তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরও শোনা গিয়েছিল। অবশ্য বিসিসিআইয়ের পক্ষ থেকে শুভমন গিলের যে ডেঙ্গি হয়েছে, তা নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। ৯ অক্টোবর বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছিল তিনি দলের সঙ্গে দিল্লিতে সফর করবেন না। এবং চেন্নাইয়ে মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন। তাঁকে যেহেতু আমেদাবাদের নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে, ফলে বোঝা যাচ্ছে তিনি অনেকটাই সুস্থ। গিলের সুস্থ হওয়ার পিছনে অবদান রয়েছে যুবিরও।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ জানান, কীভাবে তিনি শুভমনকে নিজের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা বলে উদ্বুদ্ধ করেছেন। ২০১১ সালের বিশ্বকাপের সময় যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মাঠের মধ্যে ম্যাচের মাঝে বমিও করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে যুবরাজের ব্যাট কিন্তু বন্ধ হয়নি। বরং দলের বিশ্বকাপ জয়ে যুবরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যুবি জানান, তিনি আশাবাদী পাক ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন গিল। যুবরাজ বলেন, ‘শুভমন দিলকে আমি শক্তিশালী করে দিয়েছি। আনি ওকে বলেছি, কীভাবে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে আমি বিশ্বকাপে খেলেছিলাম। আমি আশাবাদী ও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি। যখন কারও জ্বর এবং ডেঙ্গি হয় তার পক্ষে ক্রিকেট ম্যাচ খেলা কঠিন হয়। এবং তার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি জানি ও ফিট থাকলে নিশ্চিতভাবে খেলবে।’