ICC ODI World Cup 2023: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ, যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট-সামিরা
India vs South Africa: ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। অন্যদিকে সাত ম্যাচের ছয়টিতে সাফল্য পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। দুই পয়েন্টেরব সন্ধানে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামবেন কুইন্টন ডি ককরা। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। ম্যাচের আগে একবার চোখ বুলিয়ে নিন কী-কী মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলিরা।
কলকাতা: রবিবারের দুপুর জমাতে বড় চমক ক্রিকেটপ্রেমীদের জন্য। ৫ নভেম্বরের মেগা ম্যাচে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। দেখতে-দেখতে গ্রুপ পর্বের শেষে এসে হাজির হয়েছে তেইশের বিশ্বকাপ। এখনও পর্যন্ত সাত ম্যাচের সাতটিতে জিতে সপ্তম স্বর্গে টিম ইন্ডিয়া। এ বার ৩৭ তম ম্য়াচে প্রোটিয়াদের বিরুদ্ধে অষ্টম জয়ের সন্ধানে নামবে রোহিত শর্মা (Rohit Sharma)অ্যান্ড কোম্পানি। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ভারত। অন্যদিকে সাত ম্যাচের ছয়টিতে সাফল্য পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। দুই পয়েন্টেরব সন্ধানে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামবেন কুইন্টন ডি ককরা। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। ম্যাচের আগে একবার চোখ বুলিয়ে নিন কী-কী মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলিরা। বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
১.বিরাট কোহলি: ওডিআই ফরম্যাটে ৪৯তম সেঞ্চুরির খোঁজে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি। এই মুহূর্তে কোহলির ঝুলিতে রয়েছে ৪৮ সেঞ্চুরি। আর একটি শতরান করলেই ওডিআইতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড গড়ে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকররে ছুঁয়ে ফেলবেন কোহলি। আর ৬১ রান পূর্ণ করলে, ওডিআই বিশ্বকাপে কুমার সাঙ্গারকারা ১৫৩২ রানের রেকর্ড ভেঙে ফেলবেন চেজ মাস্টার। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে কোহলির ঝুলিতে রয়েছে ১৪৭২ রান।
২. মহম্মদ সামি: প্রথম ভারতীয় হিসেবে ওডিআই বিশ্বকাপে ৫০ উইকেটের রেকর্ড গড়তে মহম্মদ সামির প্রয়োজন আর ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ৫ উইকেটের সন্ধানে নামবেন সামি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
৩. কুলদীপ যাদব:চলতি বছরে ওডিআই ফরম্যাটে ২৪ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২১ ম্যাচে ৪৩ উইকেটের রেকর্ড রয়েছে নেপালের সন্দীপ লামিছানের। এরপরই ২০ ম্যাচে ৪০ উইকেটের রেকর্ড রয়েছে পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদির দখলে। ৩৯ উইকেট নিয়ে কুলদীপের কাছাকাছি রয়েছেন সতীর্থ মহম্মদ সিরাজ।