মুম্বই: বাইশের সেপ্টেম্বর থেকে ২২ গজ থেকে দূরে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে সার্জারি করাতে গিয়েছিলেন তিনি। শেন বন্ডের চিকিৎসক ক্রাইস্টচার্চের বিখ্যাত অর্থোপেডিক সার্জেন ডা. রোবেন স্টাউটনের কাছে অস্ত্রোপচার করান বুমরা। সেই অস্ত্রোপচারের পর এই প্রথম বার জনসমক্ষে এলেন। রবিবার, ২৬ মার্চ উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) ফাইনালে মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। ব্রেবোর্ন স্টেডিয়ামে MI পল্টনের মেয়েদের তাতাতে এবং ডব্লিউপিএলের উদ্বোধনী সংস্করণের ফাইনালের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন বুমরা। তাঁকে দেখা যায় মুম্বইয়ের ড্রেসিংরুমে। ইংল্যান্ডের তারকা জোরে বোলার, যিনি মুম্বই ইন্ডিয়ান পুরুষ দলের সদস্য জোফ্রা আর্চারের সঙ্গে বুমরাকে কথা বলতেও দেখা গিয়েছে। সেই ভিডিয়ো মুম্বই ইন্ডিয়ান্স তাদের ইনস্টাগ্রামে পোস্টও করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
সার্জারির ধাক্কা সামলে বুমরার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে এখনও অন্তত ছয় মাস সময় লাগবে। চলতি বছরেই ঘরের মাঠে অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ রয়েছে। ফলে সেই মেগা ইভেন্টে বুমরাকে ফিট চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই তাঁকে এ বারের আইপিএলে খেলানোর ঝুঁকি নাও নিতে পারে বোর্ড। কিন্তু বুমরাকে হঠাৎ করেই উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে হাজির হতে দেখে ফের মুম্বইয়ের সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে তা হলে কি প্রিয় তারকা ফিরছেন আইপিএল?
মুম্বই ইন্ডিয়ান্স তাদের ইন্সটাগ্রামে বুমরা ও আর্চারের কথোপকথনের যে ভিডিয়ো শেয়ার করেছে, তার ক্যাপশনে লিখেছে, ‘রফতার।’ আসলে বুমরা-আর্চার জুটির গতির দাপট দেখার অপেক্ষায় রয়েছেন মুম্বইয়ের সমর্থকরা।
গত বছর আইপিএলের মেগা নিলামে জোফ্রা আর্চারকে কিনেছিল মুম্বই। কিন্তু সেই মরসুমে চোটের জন্য আর্চার মাঠে নামতে পারেননি। এ বার পিঠের চোট সারেনি বলে বুমরাকে হয়তো পাবে না মুম্বই। উল্লেখ্য, শুধু বুমরা ও আর্চার নন উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে হরমনপ্রীত কৌরদের মনোবল বাড়ানোর জন্য এসেছিলেন সচিন তেন্ডুলকর, কায়রন পোলার্ড, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণদের। উল্লেখ্য, ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এ বারের আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।