MS Dhoni, IPL 2023: মাহিকে দেখতে হাউসফুল চিপক, অনুশীলনে ধোনির ব্যাটে ছক্কার বন্যা

CSK, IPL 2023: অপেক্ষার আর ১টা দিন। ৩১ মার্চ আইপিএল-১৬-র শুভারম্ভ। প্রথম ম্যাচেই মুখোমুখি ধোনি-হার্দিকের দল।

MS Dhoni, IPL 2023: মাহিকে দেখতে হাউসফুল চিপক, অনুশীলনে ধোনির ব্যাটে ছক্কার বন্যা
MS Dhoni, IPL 2023: মাহিকে দেখতে হাউসফুল চিপক, অনুশীলনে ধোনির ব্যাটে ছক্কার বন্যা Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 29, 2023 | 2:30 PM

চেন্নাই: চল্লিশে চালসে! এই ধারণা এখন যেন ভুল প্রমাণিত করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ৪০-এও তিনি ছিলেন তরুণের মতো, একচল্লিশেও একই। বরং ধোনির বাইসেপস, তাঁর পুরনো স্টাইলে ছক্কা হাঁকানো দেখে চুপ থাকতে পারছে না চিপকের গ্যালারি। শুধু চিপকের গ্যালারি নয়, মাহি প্রেমীরা আইপিএলের (IPL) মরসুমে প্রিয় তারকাকে ২২ গজে দাপুটে মেজাজে দেখে রীতিমতো তৃপ্ত। ৪১ বছর বয়সেই ধোনি যে চূড়ান্ত ফিট তা তাঁকে দেখলেই বোঝা যায়। আসন্ন আইপিএলের জন্য তিন সপ্তাহ আগে থেকে অনুশীলন শুরু করেছেন ধোনি। চিপকে চলছে সিএসকের (CSK) অনুশীলন পর্ব। আর অনুশীলনে ধোনির ব্যাটে দেখা গিয়েছে প্রচুর চার-ছয়। আর তা দেখতে রীতিমতো চিপকের গ্যালারিতে উপচে পড়েছে ভিড়। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আইপিএলের জন্য প্রস্তুত ধোনির সিএসকে। সদ্য চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় অনুশীলনে ধোনির চার-ছয় মারার এক ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, চিপকের গ্যালারি হাউসফুল। মাহি লম্বা লম্বা ছক্কা হাঁকাতেই পুরো গ্যালারিতে ধোনি ধোনি রব উঠতে থাকে। অনুশীলনে হোক বা ম্যাচে ধোনিকে ছক্কা হাঁকাতে দেখলেই তাঁর ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়ে। ৪১-এর ধোনিকে অনুশীলনে দুরন্ত ছন্দে দেখে খুশি সিএসকে কোচ মাইকেল হাসিও।

পঞ্চম বার আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে সিএসকে। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, এটাই হয়তো শেষ আইপিএল মাহির। যদিও ধোনি নিজে থেকে তেমন কোনও খবরে শিলমোহর দেননি। অতীতে ধোনি জানিয়েছিলেন, চিপকে চেন্নাই সমর্থকদের সামনে খেলে তিনি অবসর নিতে চান। তিনি যদি সত্যিই এ বারের আইপিএলে খেলার পর অবসর নিয়ে নেন, তা হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে না। আসলে সিএসকের সঙ্গে ধোনির এক বিশেষ বন্ড রয়েছে। তাই থালা দলে থাকুক আর না থাকুক তিনি থাকবেন আপামর সিএসকে প্রেমীর হৃদয়ে।