IPL 2024, Gujarat Titans: সামি-ঋদ্ধিই ভরসা, আর এক কিপারকে ছেড়ে দিল হার্দিকের দল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 26, 2023 | 7:24 PM

IPL 2024, GT Retention/Release Update: অনেকেই বলছিলেন ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দিতে পারে গুজরাট টাইটান্স। ঋদ্ধিতেই আস্থা রাখছেন তারা। অতীতে যখনই ঋদ্ধি প্রসঙ্গ উঠেছে, অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটা বিষয় বারবার পরিষ্কার করে দিয়েছেন, তিনি ঋদ্ধির মতো নির্ভরযোগ্য কিপার চান। বেশির ভাগ দলই কিপার বাছাইয়ের ক্ষেত্রে ব্যাটিং দক্ষতায় জোর দেয়। হার্দিকের প্রথম পছন্দ তাঁর কিপিং দক্ষতা। এ বারও তার অন্যথা হল না। টানা তৃতীয় মরসুম গুজরাট টাইটান্সে খেলতে চলেছেন দেশের সেরা কিপার।

IPL 2024, Gujarat Titans: সামি-ঋদ্ধিই ভরসা, আর এক কিপারকে ছেড়ে দিল হার্দিকের দল
Image Credit source: IPL

Follow Us

কলকাতা: আগামী আইপিএলের প্রস্তুতি জোরকদমে চলছে। আজই ছিল প্লেয়ার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার সময়সীমা। বিকেল ৫টা অবধি সময় থাকলেও কার্যত তার আগে থেকেই তালিকা আসতে শুরু করে। গুজরাট টাইটান্সও তাদের তালিকা প্রকাশ করেছে। টাইটান্স সমর্থকদের স্বস্তি, থাকছেন ক্যাপ্টেন হার্দিক। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। শুরু থেকে নেতৃত্বে হার্দিক। প্রথম বার চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গত বারের আইপিএলে তারা রানার্স হয়েছে। গত কয়েক দিন ধরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেমন জল্পনা চলছিল, তেমনই আলোচনায় ছিলেন ঋদ্ধিমান সাহাও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অনেকেই বলছিলেন ঋদ্ধিমান সাহাকে ছেড়ে দিতে পারে গুজরাট টাইটান্স। ঋদ্ধিতেই আস্থা রাখছেন তারা। অতীতে যখনই ঋদ্ধি প্রসঙ্গ উঠেছে, অধিনায়ক হার্দিক পান্ডিয়া একটা বিষয় বারবার পরিষ্কার করে দিয়েছেন, তিনি ঋদ্ধির মতো নির্ভরযোগ্য কিপার চান। বেশির ভাগ দলই কিপার বাছাইয়ের ক্ষেত্রে ব্যাটিং দক্ষতায় জোর দেয়। হার্দিকের প্রথম পছন্দ তাঁর কিপিং দক্ষতা। এ বারও তার অন্যথা হল না। টানা তৃতীয় মরসুম গুজরাট টাইটান্সে খেলতে চলেছেন দেশের সেরা কিপার। বরং স্কোয়াডে থাকা তরুণ কিপার শ্রীকার ভরতকে রিলিজ করল গুজরাট টাইটান্স। ১৯ ডিসেম্বর নিলাম। সেখানে অন্যান্য প্লেয়ারের পাশাপাশি কোনও ব্যাক আপ কিপার নেওয়া হতে পারে।

গুজরাট টাইটান্স যাঁদের রাখল-ডেভিড মিলার, শুভমন গিল, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জশ লিটল, মোহিত শর্মা।

যাঁদের ছেড়ে দেওয়া হল- যশ দয়াল, শ্রীকার ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাংওয়ান, ওডিন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শানাকা

Next Article
Mumbai Indians: রোহিত-স্কাইয়ের পাশাপাশি রইলেন সচিনপুত্রও, একঝাঁক ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স
Royal Challengers Bangalore: রইল KGF, মিনি নিলামে সবচেয়ে ধনী হয়ে নামবে আরসিবি