বেঙ্গালুরু: চব্বিশের আইপিএলের নিলামে সবচেয়ে ধনী হয়ে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আর আরসিবির (RCB) অবিচ্ছেদ্য অংশই রইলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই ফ্র্যাঞ্চাইজি এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। চব্বিশের আইপিএলে সেই অধরা মাধুরী লাভ করতে চাইবে বেঙ্গালুরুভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি। রিটেনশন লিস্ট সামনে আসতেই দেখা গেল আরসিবিতেই থাকল KGF… মনে পড়ছে আরসিবির KGF কারা? কোহলি, গ্লেন ও ফাফ মিলিয়েই হল KGF। এ ছাড়া আর কোন ক্রিকেটারদের ধরে রাখল আরসিবি। আর কাদেরই বা ছেড়ে দিল বিরাটের দল? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে কেমন অবস্থা আরসিবির।
বিরাট-ডু’প্লেসি-সিরাজদের ধরে রাখার পরও এ বারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে আরসিবি। এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে রয়েছে ৪০.৭৫ কোটি টাকা। ৭টি স্লট ভরানোর সুযোগ থাকবে আরসিবির। তার মধ্যে ৪ জন বিদেশি ক্রিকেটারের জায়গা খালি রয়েছে। ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেলদের মতো দামি দামি ক্রিকেটারদের আরসিবি ছেড়ে দিয়েছে। যার ফলে এত বেশি পরিমাণ টাকা নিয়ে নিলামে বিড করার সুযোগ পাবে আরসিবি।
কোন কোন ক্রিকেটারকে রিটেইন করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, রজত পাতিদার, রিস টপলি, উইল জ্যাকস, সূয়াশ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর, মনোজ ভান্ডাগে, করণ শর্মা, মায়াঙ্ক ডাগার (সানরাইজার্স হায়দরাবাদ থেকে ট্রেডে তিনি আরসিবিতে এসেছেন।), বিশাখ বিজয়কুমার, আকাশ দীপ, রাজন কুমার, হিমাংশু শর্মা।
কোন কোন ক্রিকেটারকে রিলিজ় করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, সোনু যাদব, অভিনাশ সিং, সিদ্ধার্ধ কৌল ও কেদার যাদব।
* উল্লেখ্য, যে সকল ক্রিকেটারদের রিলিজ় করা হয়েছে, ১৯ ডিসেম্বরের নিলামে তাঁদের আবার দলে নেওয়ার সুযোগ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।