Sunrisers Hyderabad: নিলামে ভালো দল গোছাতে সবচেয়ে দামি প্লেয়ারকে ছেড়ে দিল হায়দরাবাদ

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 26, 2023 | 6:07 PM

IPL 2024 Players Retention: তার আগে পার্স খালি করে নতুন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে। সেই মতোই আজ চুড়ান্ত তালিকা পেশ করার শেষ দিন। কাকে রাখতে চায় ও কাকে ছেড়ে দিতে চায় ফ্র্য়াঞ্চাইজিগুলো তা জানিয়ে দিতে হবে আজকে। একে একে হাতে আসছে চুড়ান্ত তালিকা। প্রকাশ্যে এসেছে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) তালিকাও। জানা যাচ্ছে আগের বছর মোটা টাকা খরচ করে কেনা তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে (Harry Brook)  ছেড়ে দিল হায়দারবাদ। রাখা হল কাদের?

Sunrisers Hyderabad: নিলামে ভালো দল গোছাতে সবচেয়ে দামি প্লেয়ারকে ছেড়ে দিল হায়দরাবাদ
হ্যারি ব্রুক

Follow Us

নয়াদিল্লি: পরের মাসেই আইপিএলের (IPL 2024)  নিলাম। তার আগে পার্স খালি করে নতুন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলোর কাছে। সেই মতোই আজ চুড়ান্ত তালিকা পেশ করার শেষ দিন। কাকে রাখতে চায় ও কাকে ছেড়ে দিতে চায় ফ্র্য়াঞ্চাইজিগুলো তা জানিয়ে দিতে হবে আজকে। একে একে হাতে আসছে চুড়ান্ত তালিকা। প্রকাশ্যে এসেছে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) তালিকাও। জানা যাচ্ছে আগের বছর মোটা টাকা খরচ করে কেনা তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে (Harry Brook)  ছেড়ে দিল হায়দারবাদ। রাখা হল কাদের? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

গত বছর দুরন্ত ছন্দে ছিলেন ইংলিশ তারকা হ্যারি ব্রুক। টেস্টেও টি-টোয়েন্টির মতো খেলে তাক লাগিয়ে দেন ব্রুক। একের পর এক সেঞ্চুরি। দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন তিনি। গত আইপিএলের নিলামে দারুণ দর ওঠে হ্যারির।  তাঁকে নিয়ে কয়েকি ফ্র্যাঞ্চাইজির মধ্য়ে বেশ লেড়াই হয়। অবশেষে মোটা টাকার বিনিময়ে ব্রুককে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তুু এই মরসুমে সেই কোটি টাকার তারাককেই ছেড়ে দিল হায়দরাবাদ। আর কাকে ছাড়া হল? থেকে গেলেনই বা কারা? চোখ বুলিয়ে নিন এক বার।

হায়দরাবাদে থেকে গেলেন যারা:

আবদুল সামাদ, এইডেন মার্কব়্যম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপ্স, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল,আনমলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নিতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং,ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মারকান্ডে, উমরান মালিক,ফজহল হক ফারুকি।

 

কাদের ছেড়ে দিল হায়দরাবাদ:

হ্যারি ব্রুক, সমর্থ ভ্যাস, কার্তীক তিয়াগি, বিভ্রান্ত শর্মা,আকিল হোসেন, আদিল রশিদ।

Next Article
IPL 2024, Hardik Pandya: শেষ মুহূর্তে খেলা বদল, হার্দিক থাকলেন গুজরাটেই
IND vs AUS 2nd T20 Highlights: অলআউট হওয়া আটকালেন ওয়েড, ভারত জয়ী ৪৪ রানে