কলকাতা: গত কয়েক দিন ধরে শিরোনামে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা। জোর জল্পনা চলছিল, গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সকে হার্দিক নেতৃত্ব দেবেন, এমন খবরও শোনা যাচ্ছিল। হার্দিককে নিতে ১৫ কোটির বেশি দিতেও তৈরি ছিল মুম্বই, এমনটাই ছিল সূত্রের খবর। এর সঙ্গে জড়িয়েছিল নানা অঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল ট্রফি দেওয়া রোহিত শর্মা কি হার্দিদের নেতৃত্বে খেলবেন? এমন প্রশ্নও উঠছিল। এর সঙ্গে জড়িয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অঙ্কও। তবে শেষ মুহূর্তে খেলা বদল। হার্দিক পান্ডিয়া থাকলেন গুজরাট টাইটান্সেই। এর সঙ্গে কী কী অঙ্ক রইল, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোহিত শর্মা জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন কিনা, এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত এক বছর দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলেননি রোহিত, বিরাটের মতো একাধিক তারকা ক্রিকেটার। টিম ইন্ডিয়া তাঁদের বাদ দিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা গড়ছে কিনা, এই নিয়েও জোর জল্পনা। সে কারণেই এই রিটেনশন এবং আইপিএলে বাড়তি নজর থাকবে। যতই তরুণ ব্রিগেড থাকুক, অভিজ্ঞতার বিকল্প হয় না। রোহিতকে ২০২৪ বিশ্বকাপে দেখা যাবে কিনা, এটা হয়তো নির্ভর করবে আইপিএলের ওপরই।
রোহিতের আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ কি, তা নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। বরং গত কয়েক দিন সেই ধোঁয়াশা আরও বেড়েছে। এক বছর দেশের হয়ে টি-টোয়েন্টি না খেলা রোহিতকে হয়তো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে চাইছে বোর্ডও। আইপিএলে নিজের পারফরম্যান্স দেখে বোর্ডের সঙ্গে সেই মতো আলোচনা করতে পারেন রোহিত। গত আইপিএলে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলবেন কিনা, সেই প্রসঙ্গে গত আইপিএলের আগে রোহিত জানিয়েছিলেন, টুর্নামেন্টে পারফরম্যান্সের পরই সিদ্ধান্ত নেবেন। রোহিত দেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন না, এমন কথাও বলেননি।
হার্দিক পান্ডিয়া যদি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতেন, চিত্রটা হয়তো অন্যরকম দাঁড়াতো। এ বছর টি-টোয়েন্টিতে জাতীয় দলকে মূলত হার্দিকই নেতৃত্ব দিয়েছেন। তাঁর চোট থাকায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিচ্ছেন। এখনও অবধি যা ঠিক আছে কিংবা বলা ভালো, মুম্বই ইন্ডিয়ান্স যে তালিকা দিয়েছে, সেই অনুযায়ী রোহিতই আইপিএলে নেতৃত্ব দেবেন। ফলে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।